সোহবাতপুর জেলা
সোহবাতপুর জেলা পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত একটি জেলা। এটি জাফরাবাদ জেলার অংশ হিসেবে ২০১৩ সালের মে তারিখে গঠন করা হয়েছিল।[২]
সোহবাতপুর Sohbutpur صحبت پور | |
---|---|
শহর | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | বেলুচিস্তান |
সরকার | |
• উপজাতীয় প্রধান / সরদার | খান বাহাদুর সরদার ইরশাদ আলী খান গোলা |
জনসংখ্যা (২০১৭)[১] | |
• মোট | ২,০০,৫৩৮ |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
জেলাটির জনসংখ্যা ২০০,০০০ এর বেশি। সোহবাতপুর জেলা নিম্নলিখিত তহসিল নিয়ে গঠিত হয়েছে:
- মাঞ্জিপুর
- হায়েরদিন
- ফরিদাবাদ
- সোহাবাত পুর
ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটি বেলুচিস্তানে নসিরাবাদ, জাফরাবাদ ও ডেরা বুগতি এলাকা এবং সিন্ধু জ্যাকোবাবাদ ও কাশমোর জেলার সীমানা নিয়ে গঠিত হয়েছে। এখানে ৮টি পুলিশ স্টেশন রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২০১৭-০৮-২৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "PM Khoso inaugurates new district of Sohbatpur in Balochistan"। Paktribune। ১৬ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৯।