সোবিয়া খান (অভিনেত্রী)

পাকিস্তানী অভিনেত্রী

সোবিয়া খান (জন্ম ২৪ জুন ১৯৯১) হলেন একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী যিনি মূলত পশতু চলচ্চিত্রের পাশাপাশি পাঞ্জাবি এবং উর্দু চলচ্চিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।[][][]

সোবিয়া খান
জন্ম
সোবিয়া খান

(1991-06-24) ২৪ জুন ১৯৯১ (বয়স ৩৩)
অন্যান্য নামসোবিয়া উসমান[]
কর্মজীবন২০১২–বর্তমান
পরিচিতির কারণটেলিভিশন নাটক
দাম্পত্য সঙ্গীউসমান কাদির (বি. ২০১৮)
সন্তানরুমাইসা হুরাইন

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

সোবিয়া ১৯৯১ সালের (বা ১৯৯৪ সালে) ২৪ জুন পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন।[][]

২০১৮ সালের মে মাসে তিনি পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদিরকে বিয়ে করেছেন।[]

কর্মজীবন

সম্পাদনা

সোবিয়া আল-হামরাতে একটি মঞ্চ নাটক দিয়ে তার শৈল্পিক কর্মজীবন শুরু করেছিলেন, এরপর থেকে তিনি একাধারে থিয়েটার, টিভি ধারাবাহিক এবং চলচ্চিত্রে কাজ চালিয়ে যাচ্ছেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা