সোনালিডোরা নুনা বাইলা

মাছের প্রজাতি

সোনালিডোরা নুনা বাইলা (বৈজ্ঞানিক নাম: Brachygobius nunus) (ইংরেজি: Golden banded goby) হচ্ছে Gobiidae পরিবারের Brachygobius গণের একটি স্বাদুপানির মাছ

সোনালিডোরা নুনা বাইলা
Brachygobius nunus
মূল্যায়িত নয় (আইইউসিএন ৩.১)
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii
বর্গ: Perciformes
পরিবার: Gobiidae
গণ: Brachygobius
প্রজাতি: B. nunus
দ্বিপদী নাম
Brachygobius nunus
(F. Hamilton, 1822)
প্রতিশব্দ
  • Gobius nunus F. Hamilton, 1822
  • Gobius alcockii Annandale, 1906
  • Gobius bombayensis Annandale, 1919

বর্ণনা সম্পাদনা

বিস্তৃতি সম্পাদনা

এই মাছ বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ভারতে পাওয়া যায়।

বাংলাদেশে বর্তমান অবস্থা এবং সংরক্ষণ সম্পাদনা

আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়।[১]

মন্তব্য সম্পাদনা

এই মাছ ঘোলা পানির উপর ছড়ান ভাবে ভাসতে থাকে। এদের শরীরের উপর হালকা হলুদাভ-ক্রিম বর্ণের উপর কালো ডোরা থাকায় সহজে চেনা যায়।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. এ কে আতাউর রহমান, গাউছিয়া ওয়াহিদুন্নেছা চৌধুরী (অক্টোবর ২০০৯)। "স্বাদুপানির মাছ"। আহমেদ, জিয়া উদ্দিন; আবু তৈয়ব, আবু আহমদ; হুমায়ুন কবির, সৈয়দ মোহাম্মদ; আহমাদ, মোনাওয়ার। বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ২৩ (১ সংস্করণ)। ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। পৃষ্ঠা ২৫৮। আইএসবিএন 984-30000-0286-0 |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)