সোজারনার (বিচরণ যান)

(সোজারনার (পরিভ্রামক যান) থেকে পুনর্নির্দেশিত)

সোজারনার হলো একটি যান্ত্রিক বিচরণ যান যা ১৯৯৭ সালের ৪ঠা জুলাই মঙ্গল গ্রহে অবতরণ করে।[১] এটি প্রথম চাকাযুক্ত যান যা অন্য গ্রহে বিচরণ করেছে। যন্ত্রটিকে ৭ দিন টিকে থাকার মতো করে ডিজাইন করা হয়, কিন্তু এটি ৮৩ দিন পর্যন্ত সক্রিয় থাকে।[২]

সোজারনার
সোজারনার বিচরণ যান; পাথফাইন্ডার অবতরণ যান থেকে গৃহীত আলোকচিত্র
অভিযানের ধরনমঙ্গলগ্রহ বিচরণ যান
পরিচালকনাসা
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
অভিযানের সময়কালপরিকল্পিত: ৭ সোল (৭ দিন)
Mission end: ৮৩ সোল (৮৫ দিন)
মার্সে অবতরণের পরে
মহাকাশযানের বৈশিষ্ট্য
শুষ্ক ভর১১.৫ কিলোগ্রাম (২৫ পা) (Rover only)
অভিযানের শুরু
উৎক্ষেপণ তারিখডিসেম্বর ৪, ১৯৯৬, 06:58:07 UTC
উৎক্ষেপণ রকেটDelta II 7925 D240
উৎক্ষেপণ স্থানCape Canaveral LC-17B
ঠিকাদারMcDonnell Douglas
স্থাপিত হয়েছেMars Pathfinder
স্থাপনার তারিখজুলাই ৫, ১৯৯৭
অভিযানের সমাপ্তি
সর্বশেষ যোগাযোগসেপ্টেম্বর ২৭, ১৯৯৭

Mars Pathfinder mission patch
নাসা মার্স রোভার্স (মঙ্গলগ্রহ বিচরণ যান)
স্পিরিট

অভিযান সম্পাদনা

 
জেপিএল-এ সোজারনার

সোজারনার মূলত একটি পরীক্ষামূলক যান ছিল, যার মূল লক্ষ্য ছিল নাসার ল্যাবরেটরিতে প্রকৌশলীদের উদ্ভাবিত বিভিন্ন টেকনিক্যাল বিষয়গুলো মঙ্গলের পরিবেশে পরীক্ষা করা।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Nelson, Jon। "Mars Pathfinder / Sojourner Rover"NASA। ফেব্রুয়ারি ১৯, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ২, ২০১৪ 
  2. "Mars Pathfinder FAQs - Sojourner"