সৈয়দ মাসুদল হোসেন

রাজনীতিবিদ

সৈয়দ মাসুদল হোসেন ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং একাদশ লোকসভার সদস্য যিনি পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেনিয়াগ্রাম এলাকায় ১৪ আগস্ট ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) এর সাথে যুক্ত ছিলেন। সৈয়দ ভারতের ৭ম, ৮ম, ৯ম, ১০ম এবং ১১তম সাধারণ নির্বাচনের (লোকসভা) সময় সংসদ সদস্য হিসেবে পুনঃনির্বাচিত হন।[১][২]

সৈয়দ মাসুদল হোসেন
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৮০ – ১৯৯৮
সংসদীয় এলাকামুর্শিদাবাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1939-08-14) ১৪ আগস্ট ১৯৩৯ (বয়স ৮৪)
মুর্শিদাবাদ জেলা, পশ্চিমবঙ্গ
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীNargis Sattar

তথ্যসূত্র সম্পাদনা

  1. "1oth Lok Sabha Members Bioprofile"। Lok Sabha Secretariat, New Delhi। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৭ 
  2. "Biographical Sketch of Member of XI Lok Sabha"Parliament of India, Lok Sabha। ১৯৩৯-০৮-১৪। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৮