সৈয়দ মাছ-উদ রুমি সেতু
সৈয়দ মাছ-উদ রুমি সেতু বা মীর মশাররফ হোসেন সেতু কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় গড়াই নদীর উপরে নির্মিত একটি সড়ক সেতু। সেতুটি ২০০৪ সালে নির্মাণ করা হয়েছে।[১][৩] সেতুটির দক্ষিণ পাশে ব্রিটিশ আমলে নির্মিত গড়াই রেল সেতু অবস্থিত।[৪][৫] এটি কয়া ব্রিজ নামেও পরিচিত।
সৈয়দ মাছ-উদ রুমি সেতু মীর মশাররফ হোসেন সেতু কয়া ব্রিজ | |
---|---|
সেতুর মাঝ বরাবর দক্ষিণ দিক থেকে আর৭১০ সড়ক থেকে দক্ষিণ দিক থেকে বামে সৈয়দ মাছ-উদ রুমি সেতু ও ডানে গড়াই রেল সেতু | |
স্থানাঙ্ক | ২৩°৫৩′০৭″ উত্তর ৮৯°১০′৫০″ পূর্ব / ২৩.৮৮৫২৭৭৯° উত্তর ৮৯.১৮০৬০৮৬° পূর্ব |
বহন করে | যানবাহন |
অতিক্রম করে | গড়াই নদী |
স্থান | কয়া, কুমারখালী উপজেলা, কুষ্টিয়া জেলা |
যার নামে নামকরণ | সৈয়দ মাসউদ রুমি |
রক্ষণাবেক্ষক | সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়া |
বৈশিষ্ট্য | |
উপাদান | কংক্রিট, স্টিল |
মোট দৈর্ঘ্য | ৫১৮ মিটার |
প্রস্থ | ১২ মিটার |
লেনের সংখ্যা | ২ |
ইতিহাস | |
নির্মাণ | ২০০৪[১] |
নির্মাণ ব্যয় | ৩৫ কোটি টাকা[১] |
উদ্বোধন হয় | ১ ডিসেম্বর ২০০৫[২] |
পরিসংখ্যান | |
টোল | হ্যাঁ |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা২০০৪ সালে সেতুর নির্মাণ কাজ শুরু হয়।[১] ২০০৫ সালের ১ ডিসেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেতুর উদ্বোধন করেন।[২] গড়াই নদীর উপর সেতুটি নির্মাণে ৩৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে।[১]
নামকরণ
সম্পাদনাসৈয়দ মাসউদ রুমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ ছিলেন। তিনি কুষ্টিয়া জেলার বিলুপ্ত কুষ্টিয়া-৬ আসনের সংসদ সদস্য ছিলেন। ওনার নামেই সেতুটির নামকরণ করা হয়েছে। তবে স্থানীয় ভাবে সেতুটি কয়া ব্রিজ নামেও পরিচিত।
গুরুত্ব
সম্পাদনাসেতুটি কুষ্টিয়া-ঢাকা মহাসড়কে (আর৭১০) অবস্থিত। অবস্থান অনুযায়ী সেতু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।[৪]
টোল আদায়
সম্পাদনা২০১৬-২০২৩ সালে সেতুটি থেকে ৪৪ কোটি ৮৪ লক্ষ ৮৩ হাজার টাকা টোল আদায় হয়েছে।[১][৪]
বছর (খ্রিস্টাব্দ) | টোল আদায় |
---|---|
২০১৬-২০১৭ | ৫ কোটি ২৪ লক্ষ ৪০ হাজার |
২০১৯-২০২১ | ১৪ কোটি ৫০ লক্ষ ৪৬ হাজার |
২০২১-২০২৩ | ২৫ কোটি ৯ লক্ষ ৯৭ হাজার |
সেতুটির টোল আদায়ের জন্য সেতুর পশ্চিম দিকে ৩৫০ মিটার দূরে মীর মশাররফ হোসেন টোল প্লাজা রয়েছে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া (২০২৩-০৩-২২)। "কুষ্টিয়ায় সৈয়দ মাছ-উদ রুমী সেতু যখন ভোগান্তি নিরসনের চেয়ে জনগণের ভোগান্তি কারণ"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২২।
- ↑ ক খ "সৈয়দ মাছ-উদ রুমি সেতুর উদ্বোধনী স্মারক"। ওয়েব্যাকমেশিন। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-২৭।
- ↑ এনামুল হক, কুষ্টিয়া (২০২৪-০২-১৩)। "সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন"। দৈনিক দেশতথ্য। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ কুষ্টিয়া, প্রতিনিধি (২০২৪-০২-১৪)। "সৈয়দ মাসউদ রুমি সেতু: খরচের কয়েক গুণ উঠলেও বন্ধ হয়নি টোল আদায়"। আজকের পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।
- ↑ "টোল আদায়ে প্রতিরোধ"। প্রথম আলো। ২০১৫-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২৪-০৪-২৩।