সৈয়দা রাজিয়া ফয়েজ
সৈয়দা রাজিয়া ফয়েজ বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন। তিনি পাকিস্তানের শাসনামলে খুলনা জেলা কমিটির সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হন তিনি।[১] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপসভাপতি ছিলেন তিনি।[২]
সৈয়দা রাজিয়া ফয়েজ | |
---|---|
সংসদ সদস্য | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৮ এপ্রিল ১৯৩৬ |
মৃত্যু | ১৫ নভেম্বর ২০১৩ | (বয়স ৭৭)
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
ধর্ম | ইসলাম |
জীবনী
সম্পাদনাসৈয়দা রাজিয়া ফয়েজ ১৯৩৬ সালের ১৮ই এপ্রিল জন্মগ্রহণ করেন।[৩] তার পিতা সৈয়দ বদরুদ্দোজা কলকাতা সিটি কর্পোরেশন (অধুনা কলকাতা পৌরসংস্থা )-র মেয়র ছিলেন।[৪] ১৯৬১ সালে তিনি খুলনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন।[৪] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন তিনি জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি ছিলেন। ফলে স্বাধীনতা পর বাংলাদেশে তাকে গৃহবন্দী করা হয়। আবদুস সবুর খানের নির্বাচন অঞ্চল থেকে নির্বাচনে দাঁড়ান এবং জয়লাভ করেন।[৫] তিনিই বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য।[৪] ১৯৮৯ সালে তিনি নারী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।[৩] শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপসভাপতি ছিলেন তিনি।[২]
ব্যক্তিজীবন ও মৃত্যু
সম্পাদনাপেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান আবুল ফয়েজের সাথে তার বিয়ে হয়। এ দম্পতির ফৌজিয়া আলম নামের এক কন্যা এবং ওমর এরশাদ ফয়েজ ও আমান আশরাফ ফয়েজ নামের দুই পুত্র ছিল। তাজরিয়ান, মার্জিয়ান, ফারশেদ, ফয়জানা এবং আইজা নামে তাদের মোট ৫ জন নাতি-নাতনি ছিল।[৩]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "31.12.2015"। dw.com। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৮।
- ↑ ক খ "সাবেক মন্ত্রী রাজিয়া ফয়েজ মারা গেছেন"। বিডিনিউজ২৪.কম। ১৫ নভেম্বর ২০১৫। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ ক খ গ "Razia Faiz dead"। thefinancialexpress-bd.com। International Publications Limited। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ ক খ গ "Obituary"। archive.thedailystar.net। দ্য ডেইলি স্টার। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ Badrul Ahsan, Syed। "The Bengalis who let us down in 1971"। অবসার্ভারবিডি.কম। বাংলাদেশ অবজার্ভার। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Razia Faiz's qulkhwani held"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।
- ↑ "সাবেক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজের ইন্তেকাল"। যুগান্তর। ১৭ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬।