সৈয়দা রাজিয়া ফয়েজ

বাংলাদেশী রাজনীতিবিদ

সৈয়দা রাজিয়া ফয়েজ বাংলাদেশি রাজনীতিবিদ ছিলেন। তিনি পাকিস্তানের শাসনামলে খুলনা জেলা কমিটির সভাপতি এবং পরবর্তীতে বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য হন তিনি।[] বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপসভাপতি ছিলেন তিনি।[]

সৈয়দা রাজিয়া ফয়েজ
সংসদ সদস্য
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩৬-০৪-১৮)১৮ এপ্রিল ১৯৩৬
মৃত্যু১৫ নভেম্বর ২০১৩(2013-11-15) (বয়স ৭৭)
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
ধর্মইসলাম

সৈয়দা রাজিয়া ফয়েজ ১৯৩৬ সালের ১৮ই এপ্রিল জন্মগ্রহণ করেন।[] তার পিতা সৈয়দ বদরুদ্দোজা কলকাতা সিটি কর্পোরেশন (অধুনা কলকাতা পৌরসংস্থা )-র মেয়র ছিলেন।[] ১৯৬১ সালে তিনি খুলনা জেলা কমিটির সভাপতি নির্বাচিত হন।[] বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন তিনি জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি ছিলেন। ফলে স্বাধীনতা পর বাংলাদেশে তাকে গৃহবন্দী করা হয়। আবদুস সবুর খানের নির্বাচন অঞ্চল থেকে নির্বাচনে দাঁড়ান এবং জয়লাভ করেন।[] তিনিই বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য।[] ১৯৮৯ সালে তিনি নারী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।[] শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপসভাপতি ছিলেন তিনি।[]


ব্যক্তিজীবন ও মৃত্যু

সম্পাদনা

পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান আবুল ফয়েজের সাথে তার বিয়ে হয়। এ দম্পতির ফৌজিয়া আলম নামের এক কন্যা এবং ওমর এরশাদ ফয়েজ ও আমান আশরাফ ফয়েজ নামের দুই পুত্র ছিল। তাজরিয়ান, মার্জিয়ান, ফারশেদ, ফয়জানা এবং আইজা নামে তাদের মোট ৫ জন নাতি-নাতনি ছিল।[]

২০১৩ সালের ১৫ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।[][]

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "31.12.2015"dw.com। সংগ্রহের তারিখ অক্টোবর ২৬, ২০১৮ 
  2. "সাবেক মন্ত্রী রাজিয়া ফয়েজ মারা গেছেন"বিডিনিউজ২৪.কম। ১৫ নভেম্বর ২০১৫। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  3. "Razia Faiz dead"thefinancialexpress-bd.com। International Publications Limited। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  4. "Obituary"archive.thedailystar.net। দ্য ডেইলি স্টার। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  5. Badrul Ahsan, Syed। "The Bengalis who let us down in 1971"অবসার্ভারবিডি.কম। বাংলাদেশ অবজার্ভার। ৮ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  6. "Razia Faiz's qulkhwani held"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  7. "সাবেক মন্ত্রী সৈয়দা রাজিয়া ফয়েজের ইন্তেকাল"যুগান্তর। ১৭ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬