সেসিল কেলাওয়ে

দক্ষিণ আফ্রিকান অভিনেতা

সেসিল লরিস্টন কেলাওয়ে (ইংরেজি: Cecil Lauriston Kellaway; জন্ম: ২২ আগস্ট ১৮৯০ - ২৮ ফেব্রুয়ারি ১৯৭৩)[১] ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান অভিনেতা। তিনি চরিত্রাভিনেতা হিসেব সুখ্যাতি অর্জন করেছিলেন। দ্য লাক অব দ্য আইরিশ (১৯৪৮) ও গেজ হুজ কামিং টু ডিনার (১৯৬৭) চলচ্চিত্রে অভিনয় করে তিনি দুইবার শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার জন্য একাডেমি পুরস্কারে মনোনীত হন।[২]

সেসিল কেলাওয়ে
Cecil Kellaway
জন্ম
সেসিল লরিস্টন কেলাওয়ে

(১৮৯০-০৮-২২)২২ আগস্ট ১৮৯০
কেপ টাউন, কেপ কলনি (বর্তমান দক্ষিণ আফ্রিকা)
মৃত্যু২৮ ফেব্রুয়ারি ১৯৭৩(1973-02-28) (বয়স ৮২)
সমাধিওয়েস্টউড ভিলেজ মেমোরিয়াল পার্ক সেমেটারি, ক্যালিফোর্নিয়া
জাতীয়তাদক্ষিণ আফ্রিকান
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯২১-১৯৭২
দাম্পত্য সঙ্গীডরিন এলিজাবেথ জোবার্ট (বি. ১৯১৯; মৃ. ১৯৭৩)
সন্তান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সেসিল কেলাওয়ে ১৮৯০ সালের ২২শে আগস্ট দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে জন্মগ্রহণ করেন। তার পিতা এডউইন জন কেলাওয়ে ছিলেন একজন স্থপতি ও প্রকৌশলী এবং মাতা রেবেকা অ্যানি (প্রদত্ত নাম: ব্রেবনার)। তারা দুজনেই ইংরেজ ছিলেন। এডউইন কেপ টাউনে হাউজেস অব পার্লামেন্ট নির্মাণের লক্ষ্যে সেখানে যান। তিনি সেসিল রোডসের বন্ধু ছিলেন। রোডস শিশু সেসিলের ধর্মপিতা ছিলেন।[৩]

সেসিল বাল্যকাল থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন।[৪] তিনি কেপ টাউনের নরমাল কলেজে এবং পরে ইংল্যান্ডে ব্র্যাডফোর্ড গ্রামার স্কুলে পড়াশোনা করেন। তিনি প্রকৌশল বিষয়ে অধ্যয়ন করেন এবং দক্ষিণ আফ্রিকায় ফিরে এসে একটি প্রকৌশল ফার্মে যোগ দেন। অভিনয়ের প্রতি তার আগ্রহ বেশি থাকায় তিনি অভিনয়ে মনোনিবেশ করেন। পটাশ অ্যান্ড পার্লমুটার চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় অভিষেক হয়।[৩][৫][৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. রুটলেজ, মার্থা। "Kellaway, Cecil Lauriston (1890–1973)"Australian Dictionary of Biography। National Centre of Biography, Australian National University। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  2. "অবিচুয়ারি", ভ্যারাইটি, ৭ মার্চ ১৯৭৩, পৃ. ৭৮।
  3. "GREENROOM GOSSIP"টেবল টক (3303)। ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। ২৭ আগস্ট ১৯৩১। পৃষ্ঠা 16। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ – National Library of Australia-এর মাধ্যমে। 
  4. "THE KELLAWAY FAMILY ON STAGE AND SCREEN"দ্য সিডনি মর্নিং হেরাল্ড। ৪ আগস্ট ১৯৩৮। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  5. "Character Actor Cecil Kellaway is Dead at 79."ডেইলি টাইমস। ১ মার্চ ১৯৭৩। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ 
  6. "The THEATRE & its PEOPLE"টেবল টক (2032)। ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া। ১৭ জুলাই ১৯২৪। পৃষ্ঠা ২১। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৮ – National Library of Australia-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ সম্পাদনা