সেলাদোর বিজয়কুমার
সেলাদোর বিজয়কুমার (জন্ম ২৯ জুলাই ১৯৭৯) একজন ক্রিকেটার। তিনি সিঙ্গাপুর জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন । তিনি ডান বাহু অফ ব্রেক ব্রেক।
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জন্ম | ২৯ জুলাই ১৯৭৯ |
আন্তর্জাতিক তথ্য | |
জাতীয় দল | |
টি২০আই অভিষেক (ক্যাপ ১১) | ২২ জুলাই ২০১৯ বনাম কাতার |
শেষ টি২০আই | ২০ অক্টোবর ২০১৯ বনাম বারমুডা |
উৎস: ইএসপিএন, ২০ অক্টোবর ২০১৯ |
২০১৪ আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লীগ বিভাগ থ্রি-তে সেলাদোর বিজয়কুমার সিঙ্গাপুর দলের হয়ে খেলেছিলেন। এই টুর্নামেন্টে বিজয়কুমার যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ৪৩ রানে ৪ উইকেট এবং বারমুডা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ৩৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন। তিনি ২৭ জানুয়ারি ২০১৫-তে আল ধাইদে ৪ উইকেট/২০ রান দিয়ে ওমান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে নিজের সেরা বোলিং চিত্র তৈরি করেছিলেন। [১] আগস্ট ২০১৮ এ, তাকে ২০১৮ এশিয়া কাপ বাছাইপর্বের টুর্নামেন্টের জন্য সিঙ্গাপুরের দলে জায়গা দেওয়া হয়েছিল। [২]
২০১৯ সালের জুলাইয়ে, তাকে সিঙ্গাপুরের টুয়েন্টি আন্তর্জাতিক (টি২০আই) স্কোয়াডে ২০১৮-১৯ আইসিসি টি২০ বিশ্বকাপ এশিয়া বাছাইপর্ব প্রতিযোগিতার আঞ্চলিক ফাইনালের জন্য নাম ঘোষণা করা হয়েছিল।[৩] তিনি ২২ জুলাই ২০১৯-এ কাতারের বিপক্ষে সিঙ্গাপুরের হয়ে টুয়েন্টি২০-তে আত্মপ্রকাশ করেছিলেন। [৪] অক্টোবরে ২০১৯, সংযুক্ত আরব আমিরাতের ২০১৯ আইসিসি টি -২০ বিশ্বকাপ বাছাইপর্বের টুর্নামেন্টের জন্য তাকে সিঙ্গাপুরের দলে জায়গা দেওয়া হয়েছিল। [৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.espncricinfo.com/ci/content/player/746453.html
- ↑ "Singapore Team"। Asian Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৮।
- ↑ "The SCA have announced the 14-man squad for the ICC T20 World Cup Asia Final"। Singapore Cricket Association। ১৫ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৯।
- ↑ "1st Match, ICC Men's T20 World Cup Asia Region Final at Singapore, Jul 22 2019"। ESPN cricinfo। সংগ্রহের তারিখ ২২ জুলাই ২০১৯।
- ↑ "ICC T20 World Cup Qualifier – UAE"। Cricket Singapore। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৯।