সেন্ট জন্স চার্চ, কলকাতা

ভারতের একটি গির্জা

সেন্ট জন্স চার্চ হল কলকাতার একটি গির্জা। এটি একটি ক্যাথিড্রাল হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেন্ট জন'স চার্চ কলকাতায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা প্রথম স্থাপিত ভবনগুলির একটি।[] এটি রাজভবনের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত। এই গির্জার নির্মাণকাজ শুরু হয়েছিল ১৭৮৪ সালে। পাবলিক লটারির মাধ্যমে নির্মাণব্যয় ৩০,০০০ টাকা তোলা হয়েছিল।[] কাজ শেষ হয় ১৭৮৭ সালে। সেন্ট জন'স চার্চ কলকাতার তৃতীয় সবচেয়ে পুরনো (আর্মেনিয়ান গির্জা ও ওল্ড মিশন চার্চের পরে) গির্জা।[] ১৮৪৭ সাল পর্যন্ত সেন্ট জন'স চার্চ ছিল কলকাতার অ্যাংলিকান ক্যাথিড্রাল। তারপর সেন্ট পল'স চার্চে কলকাতার ক্যাথিড্রাল স্থানান্তরিত হয়। সেন্ট জন'স চার্চটি লন্ডনের সেন্ট মার্টিন-ইন-দ্য-ফিল্ডস চার্চের আদলে নির্মিত।[]

সেন্ট জন্স চার্চ, কলকাতা
সেন্ট জন্স চার্চ, ডালহৌসি স্কোয়ার, কলকাতা
মানচিত্র
ইতিহাস
প্রাক্তন নাম(সমূহ)সেন্ট জন্স ক্যাথিড্রাল, কলকাতা
স্থাপত্য
ঐতিহ্যবাহী মর্যাদাসংরক্ষিত স্মারক, এএসআই
স্থপতিজেমস আগ
নির্মাণের বছর১৭৮৭

ইতিহাস ও গঠন

সম্পাদনা

সেন্ট জন্স চার্চের জন্য জমিটি প্রদান করেছিলেন শোভাবাজার রাজাবাড়ির প্রতিষ্ঠাতা নব কিসেন বাহাদুর।

পাদটীকা

সম্পাদনা
  1. "Kolkata: Heritage Tour: Religious Buildings: St. John's Church"kolkatainformation.com। 2003 [last update]। সংগ্রহের তারিখ 24 January 2012  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Chakraborty, Lahiri,, Samhita (জানুয়ারি ৩, ২০১০)। "Wicked man on the wall"The Telegraph। মার্চ ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০১২ 
  3. Roy, Nishitranjan,Swasato Kolkata Ingrej Amaler Sthapathya, (বাংলা), pp. 24, 1st edition, 1988, Prtikhan Press Pvt. Ltd.
  4. Das, Soumitra (জুন ২২, ২০০৮)। "Gour to St. John's"The Telegraph। মার্চ ৪, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৪, ২০১২