সেউতা ফুটবল ফেডারেশন

সেউতা ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación de Fútbol de Ceuta, ইংরেজি: Ceuta Football Federation; এছাড়াও সংক্ষেপে সিএফএফ নামে পরিচিত) হচ্ছে সেউতার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা এবং তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর সেউতায় অবস্থিত। এই সংস্থাটি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে সম্পৃক্ত।

সেউতা ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯৯৯; ২৫ বছর আগে (1999)
সদর দপ্তরসেউতা
ফিফা অধিভুক্তিনেই
উয়েফা অধিভুক্তিনেই

সর্বমোট ৮৮টি ফুটবল ক্লাবের পাশাপাশি অপেশাদার স্বায়ত্তশাসিত দল, যারা উয়েফা অঞ্চল কাপের স্পেনীয় পর্যায়ে খেলা দলগুলোর সকল কার্যক্রম সেউতা পরিচালনা করে।[১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "La Federación de Fútbol de Ceuta sanciona a 88 clubes"মার্কা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা