সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

দেশ সেরা মেধাবীদের খোঁজে

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতাটির প্রথম যাত্রা শুরু হয় ২০১৩ সালে সৃজনশীল মেধা অন্বেষণ নামে, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে ২০২০ সাল থেকে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ নামকরণ করা হয়। ৩টি শ্রেণী ও ৫টি বিষয়ে (১টি বিষয় কেবল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বিশেষায়িত) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যা‌য়ের বিজয়ীদের হাতে ২,০০,০০০ টাকা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী

চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।[১]

বিষয়
গণিত ও কম্পিউটার  গণিত - ২০ নম্বর (লিখিত) গণিত - ১০ নম্বর (মৌখিক) আইসিটি সমস্যা সমাধান - ২০ নম্বর
বাংলাদেশ স্টাডিজ সৃজনশীল প্রশ্ন - ৩০ নম্বর বহুনির্বাচনী প্রশ্ন - ১৫ নম্বর মৌখিক - ০৫ নম্বর
ভাষা ও সাহিত্য গল্প বলা- ১৫ নম্বর উপস্থিত বক্তৃতা (ইংরেজি) - ১৫ নম্বর প্রবন্ধ রচনা (বাংলা এবং ইংরেজি) - ২০ নম্বর
বিজ্ঞান প্রবন্ধ রচনা - ১০ নম্বর প্রকল্প - ৩০ নম্বর বহুনির্বাচনী - ১০ নম্বর

শ্রেণী

সম্পাদনা

শ্রেণীসমূহ হচ্ছে

  1. ক গ্রুপ : ৬ষ্ঠ-৮ম শ্রেণি
  2. খ গ্রুপ : ৯ম -১০ম শ্রেণি
  3. গ গ্রুপ : ১১-১২শ শ্রেণি

বর্ষসমূহ

সম্পাদনা

বিজয়ীরা হলোঃ ভাষা ও সাহিত্যে বিজয়ীরা হলোঃ ৬ষ্ঠ-৮ম গ্রুপে হুমায়রা আদিবা, ৯ম-১০ম গ্রুপে আনিকা বুশরা এবং ১১শ-১২শ গ্র মধুরিমা সাহা; দৈনন্দিন বিজ্ঞানে ৬ষ্ঠ-৮ম গ্রুপে বুশরা আদিবা, ৯ম-১০ম গ্রুপে মোঃ রিয়েল, ১১শ-১২শ গ্রুপে মো. আজমাইন ইকতিদার; গণিত ও কম্পিউটারে ৬ষ্ঠ-৮ম গ্রুপে থানিক নূর সামিন, ৯ম-১০ম শ্রেণিতে ভুবন দে, ১১শ-১২শ গ্রুপে আজওয়াদ আনজুম ইসলাম এবং বাংলাদেশ অধ্যয়ন বিষয়ে ৬ষ্ঠ-৮ম গ্রুপে আফিয়া আনজুম জামান জেবা, ৯ম-১০ম গ্রুপে মোসাররত মেহজাবিন আর ১১শ-১২শ শ্রেণিতে আ. বাসিত মোল্লা। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১শ-১২শ শ্রেণিতে হিসাববিজ্ঞানে বিজয়ী হয়েছেন আহসান হাবীব বাবু,ঠাকুরগাঁও সরকারি কলেজ। ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১শ-১২শ শ্রেণিতে গণিত ও কম্পিউটারে বিজয়ী হয়েছেন ফারুকে আজম, ঠাকুরগাঁও সরকারি কলেজ।

বিজয়ীরা হলোঃ ভাষা ও সাহিত্যে বিজয়ীরা হলোঃ ৬ষ্ঠ-৮ম গ্রুপে সিরাতল মোস্তাকিম শ্রাবণী, ৯ম-১০ম গ্রুপে আবরার প্রমিতি মল্লিক এবং ১১শ-১২শ গ্রুপে অদিতি বড়ুয়া; দৈনন্দিন বিজ্ঞানে ৬ষ্ঠ-৮ম গ্রুপে আনিকা তাবাসসুম, ৯ম-১০ম গ্রুপে ফাহিমা সুলতানা, ১১শ-১২শ গ্রুপে শাহজাদী নওরিন হক; গণিত ও কম্পিউটারে ৬ষ্ঠ-৮ম গ্রুপে পুষ্পিতা বিশ্বাস, ৯ম-১০ম শ্রেণিতে জুবায়ের রহমান, ১১শ-১২শ গ্রুপে মোহাম্মাদ ফাহিম শাহরিয়ার এবং বাংলাদোশ অধ্যয়ন বিষয়ে ৬ষ্ঠ-৮ম গ্রুপে আল মুহিত মুহতাদী, ৯ম-১০ম গ্রুপে আফিয়া আনজুম জামান জেবা আর ১১শ-১২শ শ্রেণিতে সুমাইয়া ইসলাম।

বিষয়: গণিত ও কম্পিউটার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: রুবাইয়াত জালাল, অষ্টম শ্রেণি, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল; রাজশাহী বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: তাম আজওয়াদ জামান, দশম শ্রেণি, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; ঢাকা মহানগর। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: শাকিল আহমেদ, একাদশ শ্রেণি, নওয়াপাড়া কলেজ যশোর; খুলনা বিভাগ।ফারহান তাহমিদ তামিম,নবম,রাজশাহী

বিষয়ঃ দৈনন্দিন বিজ্ঞান বা বিজ্ঞান ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: ইসতিয়াক মাহমুদ সিয়াম, অষ্টম শ্রেণি, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেট; সিলেট বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: সাদমান নাসিফ, দশম শ্রেণি, খুলনা জিলা স্কুল; খুলনা বিভাগ। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: জয়ন্ত পাল, একাদশ শ্রেণি, সুনামগঞ্জ সরকারি কলেজ; সিলেট বিভাগ। 

বিষয়: ভাষা ও সাহিত্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: ইবনুল মুহ্‌তাদি শাহ, অষ্টম শ্রেণি, দি ফ্লাওয়ার্স কে.জি. এন্ড হাই স্কুল; সিলেট বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: শাকিল রেজা ইফতি, দশম শ্রেণি, দিনাজপুর জিলা স্কুল; দিনাজপুর বিভাগ। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: আনিকা বুশরা, একাদশ শ্রেণি, রাজশাহী কলেজ; রাজশাহী বিভাগ।  

বিষয়: বাংলাদেশ অধ্যয়ন ও মুক্তিযুদ্ধ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি গ্রুপ: শেখ খাতুনে জান্নাত শামীমা, অষ্টম শ্রেণি, বি কে জি সি সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ; সিলেট বিভাগ। নবম থেকে দশম শ্রেণি গ্রুপ: ইশমাম তাসনিম, দশম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ; ঢাকা মহানগর। একাদশ থেকে দ্বাদশ গ্রুপ: রাইদা করিম, একাদশ শ্রেণি, হলিক্রস কলেজ; ঢাকা মহানগর।.[২]

২০১৬ সালের বিজয়ী শিক্ষার্থী‌রা হলোঃ

  1. ‘ভাষা ও সাহিত্য’ বিষয়ে ময়মনসিংহ জিলা স্কুলের নাহিয়ান ইসলাম ইনান, রাজউক উত্তরা মডেল কলেজের সিরাতল মোস্তাকিম শ্রাবণী এবং লালমনিরহাটের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের মৌমিতা রহমান ঈপসিতা জয়ী হয়েছেন।
  2. ‘দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান’ বিষয়ে দেশসেরা হয়েছেন দিনাজপুরের আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের মো. মখলেসুর রহমান ইমন, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাব্দী রায় এবং বগুড়ার সরকারি আযিযুল হক কলেজের মাহিয়া আহমেদ।
  3. রংপুর জিলা স্কুলের শাশ্বত সাহা রায়, কুমিল্লা জিলা স্কুলের শৌর্য দাস এবং ঢাকার নটর ডেম কলেজের শেখ আজিজুল হাকিম দেশসেরা হয়েছেন ‘গণিত ও কম্পিউটার’ বিষয়ে।
  4. ‘বাংলাদেশ অধ্যয়ন ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মোতাকাব্বির বিন মোতাহার, কুমিল্লা জিলা স্কুলের নাজমুস সাকিব এবং বিয়ানী বাজার সরকারি কলেজের ঐশ্বর্য সাহা ঊর্মি বিজয়ী হয়েছেন।

২০২২ সালের বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ

  1. ভাষা ও সাহিত্য বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে নুসরাত খানম নওশীন (দি ফ্লাওয়ার্স কে.জি এন্ড হাই স্কুল, মৌলভিবাজার), নবম-দশম গ্রুপে যুলকার নাইন ( রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে কুইন (রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী) বিজয়ী হয়েছেন।
  2. দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে জাহিন আবরার আজাদ (বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর, ঢাকা), নবম-দশম গ্রুপে রাবিনা ইয়াসমিন রিক্তী ( সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে মোঃ তাশরীফ আহম্মেদ তুহিন (ঢাকা কলেজ, ঢাকা) বিজয়ী হয়েছেন।
  3. গণিত ও কম্পিউটার বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে খন্দকার ফারহান ইশরাক (ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ), নবম-দশম গ্রুপে তাজরিয়ান তাহলিল (ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে ইফতেখার আলম জুয়েল (চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম) বিজয়ী হয়েছেন।ফারহান তাহমিদ তামিম (আড়ইল উচ্চ বিদ্যালয়,দুর্গাপুর,রাজশাহী)
  4. বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে আরিফ মাহবুব (বরিশাল জিলা স্কুল, বরিশাল), নবম-দশম গ্রুপে আফিয়া জাইন (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে মিফতাহুল জান্নাত (রাজশাহী কলেজ, রাজশাহী) বিজয়ী হয়েছেন।
  5. বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য)  বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে মারজান বিন মোর্শেদ দীপ (সীতানাথ মথুরানাথ মডেল উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ), নবম-দশম গ্রুপে অপরাজিতা সাহা (সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে পার্থ প্রতিম সান্যাল (নবাব সিরাজ-উদ্‌-দৌলা সরকারি কলেজ, নাটোর) বিজয়ী হয়েছেন।

২০২৩ সালের বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ

  1. ভাষা ও সাহিত্য বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে পি.কে.প্রজ্ঞা রায় (রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, রংপুর), নবম-দশম গ্রুপে ঐশিক সাহা (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে কুইন (রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী) বিজয়ী হয়েছেন।
  2. দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে মারজান আফরোজ অপ্সরা (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা), নবম-দশম গ্রুপে তাসদীক আহমেদ তন্ময় (গভ. ল্যাবরেটরি হাইস্কুল, রাজশাহী) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে নুশরিকা উইউনিন নাশরাহ (কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ) বিজয়ী হয়েছেন।
  3. গণিত ও কম্পিউটার বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে ইবতেদা ইবনাত বুশরা (,আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ), নবম-দশম গ্রুপে রাফিফ আবরার (রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে অমর্ত্য হালদার (সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা) বিজয়ী হয়েছেন।
  4. বাংলাদেশ স্টাডিজ বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে মৌমিতা শারমিন (মিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা), নবম-দশম গ্রুপে ফাতিয়া মাহদিয়া নুহা (সামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ঢাকা) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে মাহিন মুনতাসির (নটরডেম কলেজ, ঢাকা) বিজয়ী হয়েছেন।
  5. বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ (বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য)  বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে জি. এম. অফিউজ্জামান (জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট), নবম-দশম গ্রুপে অনিমেষ সাহা (সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সিলেট) এবং একাদশ-দ্বাদশ গ্রুপে শাহরিয়া আল শাওন (দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর, রংপুর) বিজয়ী হয়েছেন।

ধন্যবাদ।২০২৩ সালের বিজয়ী শিক্ষার্থীরা হলোঃ

  1. দৈনন্দিন বিজ্ঞান/ বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ-অষ্টম গ্রুপে নিলয় চন্দ্র সুত্রধর (বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়,বরুড়া,কুমিল্লা), নবম-দশম গ্রুপে রাবিনা ইয়াসমিন রিক্তী ( সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়)

মারজান আফরোজ অপ্সরা (সারা বাংলাদেশে প্রথম)(রাজউক উত্তরা মডেল কলেজ).

2.গনিত ও কম্পিউটার বিষয়ে ″ষষ্ঠ থেকে অষ্টম″গ্রুপে ইসরাত জাহান পরমা (কাজলা উচ্চ বিদ্যালয়,তাড়াইল,কিশোরগজ্ঞ)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬" (পিডিএফ) 
  2. "Students outside capital Dhaka dominate talent hunt"bdnews24.com। ২৩ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-২০