সুস্মিতা বাউড়ি

ভারতীয় রাজনীতিবিদ

সুস্মিতা বাউড়ি (জন্ম ৫ জানুয়ারী ১৯৭৫) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিষ্ণুপুর (লোকসভা কেন্দ্র) থেকে চতুর্দশ এবং পঞ্চদশ লোকসভায় সিপিআই(এম) টিকিটে নির্বাচিত হয়েছিলেন।[১]

সুস্মিতা বাউড়ি
সংসদ সদস্য, লোকসভা
বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র
কাজের মেয়াদ
2004-2014
পূর্বসূরীসন্ধ্যা বাউড়ি
উত্তরসূরীসৌমিত্র খাঁ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1975-01-05) ৫ জানুয়ারি ১৯৭৫ (বয়স ৪৯)
খাতরা, বাঁকুড়া জেলা
রাজনৈতিক দলভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
দাম্পত্য সঙ্গীGurucharan Bhattacharya
বাসস্থানবাঁকুড়া
জীবিকাLawyer

নিমাই চরণ বাউড়ি এবং সন্ধ্যা বাউড়ির কন্যা, তিনি একজন আইন স্নাতক বা এলএল. কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ল কলেজ থেকে বি. একজন অ্যাডভোকেট হিসেবে তিনি দরিদ্র মানুষদের, বিশেষ করে নিরক্ষর মহিলাদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করেন।[২] তিনি বাউড়ি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তার মা সন্ধ্যা বাউরি একই আসন থেকে তিনবার লোকসভার সদস্য ছিলেন।[৩]

চতুর্দশ লোকসভায় তিনি সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন কমিটি এবং শক্তি সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পঞ্চদশ লোকসভায় তিনি রাসায়নিক ও সার সংক্রান্ত কমিটি এবং সভার বৈঠকে সদস্যদের অনুপস্থিতি সংক্রান্ত কমিটির সদস্য ছিলেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Susmita Bauri -Political Profile"। ২১ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Detailed Profile: Smt. Susmita Bauri"। Government of India। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৭ 
  3. "CPM goes for kill with axe on losers"। The Telegraph, 7 February 2004। ২৮ এপ্রিল ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-১৭