সুশীল মজুমদার
সুশীল মজুমদার (২২ ডিসেম্বর ১৯০৬ - ১৯ মার্চ ১৯৮৮) একজন বাঙালি পরিচালক ও অভিনেতা ছিলেন। তিনি ১৯২৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ৩৪টি সিনেমা পরিচালনা ও ১৭টি সিনেমাতে অভিনয় করেন।
সুশীল মজুমদার | |
---|---|
জন্ম | ২২ ডিসেম্বর, ১৯০৬ |
মৃত্যু | ১৯ মার্চ, ১৯৮৮ (বয়স ৮১) |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, অভিনেতা |
কর্মজীবন | ১৯২৯-১৯৭১ |
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাপরিচালক হিসেবে
সম্পাদনা- একদা (১৯৩২)
- তরুবালা (১৯৩৪)
- মুক্তিস্থান (১৯৩৭)
- রিক্ত (১৯৩৯)
- তাঁতিনীর বিচার (১৯৪০)
- প্রতিশোধ (১৯৪১)
- অভয়ের বিয়ে (১৯৪২)
- যোগাযোগ (১৯৪৩)
- হসপিটাল (১৯৪৩)
- বেগম (১৯৪৫)
- চার আখেঁ (১৯৪৬)
- অভিযোগ (১৯৪৭)
- সিপাহী কি সপ্না (১৯৪৮)
- সর্বহারা (১৯৪৮)
- দিব্যরত্ন (১৯৫০)
- রাত্রির তপস্যা (১৯৫২)
- মনের ময়ূর (১৯৫৪)
- দুঃখীর ইমান (১৯৫৪)
- ভাঙ্গাগড়া (১৯৫৪)
- অপরাধী (১৯৫৫)
- শুভরাত্রি (১৯৫৬)
- ধনের মর্যাদা (১৯৫৬)
- শেষ পরিচয় (১৯৫৭)
- মর্মাবনী (১৯৫৮)
- পুষ্পধনু (১৯৫৯)
- হসপিটাল (১৯৬০)
- কঠিন মায়া (১৯৬১)
- সঞ্চারিনী (১৯৬২)
- লাল পাথর (১৯৬৪)
- কাল স্রোতে (১৯৬৪)
- শুক সারি (১৯৬৯)
- লাল পাথর (১৯৭১)
- বাসন্তী পূর্ণামা (১৯৭৩)
- অগ্নি সমভবা (১৯৮২)
অভিনেতা হিসেবে
সম্পাদনা- নিশির ডাক (১৯৩২)
- একদা (১৯৩২)
- রিক্ত (১৯৩৯)
- অভিনব (১৯৪০)
- দিকভ্রান্ত (১৯৫০)
- দুঃখীর ইমান (১৯৫৪)
- অপরাধী (১৯৫৫)
- হসপিটাল (১৯৬০)
- লাল পাথর (১৯৬৪)
- চিড়িয়াখানা (১৯৬৭)
- লাল পাথর (১৯৭১)
- প্রিয় বান্ধবী (১৯৭৫)
- নিধিরাম সর্দার (১৯৭৬)
- নানা রঙের দিনগুলি (১৯৭৭)
- সমাধান (১৯৭৯)
- দুই পৃথিবী (১৯৮০)
- ন্যায় অন্যায় (১৯৮১)
চিত্রনাট্যকার হিসেবে
সম্পাদনা- ভাঙ্গাগড়া (১৯৫৪)
- লাল পাথর (১৯৬৪)
প্রযোজক হিসেবে
সম্পাদনা- কঠিন মায়া (১৯৬১)