সুশীল দাশগুপ্ত(ইংরেজি: Sushil Dasgupta) ছিলেন চট্টগ্রাম বিদ্রোহের নায়ক সূর্য সেনের সর্বকনিষ্ঠ অনুসারী। সুশীল দাশগুপ্ত ১৯১৯ সালে অবিভক্ত বাংলার অন্তর্গত চট্টগ্রামের পরৈকোড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে ম্যাট্রিক পাস করে শ্রদ্ধেয় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগ দেন। মাস্টারদার দেশপ্রেম সুশীল চন্দ্রের উপর গভীর প্রভাব ফেলেছিল, তাঁকে এই উদ্দেশ্যে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করতে অনুপ্রাণিত করেছিল।

সুশীল দাসগুপ্ত
সুশীল চন্দ্র দাসগুপ্ত
জন্ম১৯১৯
চট্টগ্রামের পররুইকোড়া গ্রাম, (বর্তমান বাংলাদেশ)
মৃত্যু৯ ফেব্রুয়ারি ১৯৮৭
জাতীয়তাব্রিটিশ ভারতীয়, ভারতীয়
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 ভারত
পরিচিতির কারণচট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি
রাজনৈতিক দলঅনুশীলন সমিতি
আন্দোলনভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন

বিপ্লবী কর্মকাণ্ড সম্পাদনা

চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানের ঘটনার পর ব্রিটিশ পুলিশ বিপ্লবীদের পিছু ধাওয়া জোরদার করে। জবাবে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা থেকে মাস্টারদাকে রক্ষা করার জন্য একটি অত্যন্ত গোপনীয় দল একত্রিত হয়েছিল। দলের সদস্যদের মধ্যে ছিলেন মণি দত্ত, কল্পনা দত্ত, ব্রজেন সেন, সুশীলচন্দ্র দাশগুপ্ত সকলেই সজাগ ছিলেন। তবে স্থানীয় তথ্যদাতা নেত্র সেনের বিশ্বাসঘাতকতার কারণে মাস্টারদা সূর্য সেনতারকেশ্বর দস্তিদার পুলিশের হাতে ধরা পড়েন। সৌভাগ্যক্রমে, সুশীল সহ দলের বেশিরভাগ সদস্য ধরা পড়া এড়াতে সক্ষম হন। তা সত্ত্বেও দুই মাস পর তাকে গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। পরে তাঁকে মেদিনীপুরের খড়গপুরের হিজলি ডিটেনশন ক্যাম্পে স্থানান্তরিত করা হয়। প্রচণ্ড নির্যাতন সহ্য করা সত্ত্বেও সুশীল অবিশ্বাস্য দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন, তাদের বিপ্লবী কার্যকলাপ সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছিলেন। অবশেষে ১৯৪৫ সালে তিনি কারাগার থেকে মুক্তি পান।[১][২]

পরবর্তী জীবন এবং মৃত্যু সম্পাদনা

স্বাধীনতা-উত্তর যুগে সুশীল ১৯৫০ সালে ঝাড়খণ্ডের রাঁচিতে চলে আসেন। তিনি দামোদর ভ্যালি কর্পোরেশনে (ডিভিসি) চাকরি পেয়ে রাঁচিতে বসতি স্থাপন করেন। স্বাধীনতার লক্ষ্যে তাঁর অবিচল আত্মোৎসর্গের জন্য, ১৯৭২ সালের ১৫ আগস্ট ভারত সরকার তাকে একটি তাম্রশাসন প্রদান করে।

সুশীল চন্দ্র দাশগুপ্ত ১৯৮৭ সালের ৯ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  2. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8