সুশাসনের জন্য নাগরিক (সুজন)

বাংলাদেশি সংস্থা
(সুশাসনের জন্য নাগরিক থেকে পুনর্নির্দেশিত)

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বাংলাদেশের একটি সংস্থা। সুজন একটি বাংলা শব্দ। এটি "সুশাসনের জন্য নাগরিক" একটি বাক্য থেকে এসেছে। এই প্রতিষ্ঠানের সদর দপ্তর মোহাম্মদপুর, ঢাকায়[২] সুজন ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[৩]

সুশাসনের জন্য নাগরিক (সুজন)
সংস্থাটির লোগো
গঠিত২০০০; ২৪ বছর আগে (2000)
আইনি অবস্থাসক্রিয়
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
সভাপতি
এম হাফিজ উদ্দিন খান[১]
সাধারণ সম্পাদক
বদিউল আলম মজুমদার
ওয়েবসাইটshujan.org

লক্ষ্য ও উদ্দেশ্য সম্পাদনা

সুজন এর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দেশজুড়ে একটি ভালো সরকার গঠন করা। এটি মূলত একটি গণতান্ত্রিক দেশ গঠনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে।[২] প্রায়শই, তারা কিছু সভার আয়োজন করে, তাদের লক্ষ্য অর্জন এবং মনোযোগ আকর্ষণ করার জন্য সংবাদ সম্মেলন করে।[৪] সুজন দেশে নির্বাচনী ব্যবস্থার অভাব দেখাতে চেষ্টা করে এবং তারা খাঁটি গণতান্ত্রিক দেশ গঠনের জন্য নির্বাচন কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষকে পরামর্শ দেয়।[৫] সুজন শুধু সুশাসন গঠনের চেষ্টা করে না, পাশাপাশি সামাজিক সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করে।[৬] তারা প্রায়শই অন্যান্য সংস্থার সাথে কাজ করে।[৩]

কাঠামো সম্পাদনা

সুজনের চারটি অংশ রয়েছে। এগুলি হলো কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন। সিদ্ধান্ত, কর্ম পরিকল্পনা এবং ভবিষ্যতের উদ্যোগ গ্রহণের মাধ্যমে কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[২] সুজনের বর্তমান সাধারণ সম্পাদক হলেন বদিউল আলম মজুমদার[৭] এই সংগঠনের বর্তমান কেন্দ্রীয় সমন্বয়ক হলেন দিলীপ কুমার সরকার।[৮]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি"সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১ 
  2. "Guiding Principles of SHUJAN"shujan.org। ২৮ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৮ 
  3. "Government Accountability in Bangladesh"The Hunger Project। ২৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Shujan calls for 'no vote', army for polls"The Daily Star। সংগ্রহের তারিখ আগস্ট ১২, ২০১৭ 
  5. "There will be dire consequences for the country if we have another controversial polls"Dhaka Tribune। UNB। সংগ্রহের তারিখ মার্চ ২৪, ২০১৮ 
  6. "ASK, Shujan concerned over NSU teacher missing"The Daily Star। সংগ্রহের তারিখ নভেম্বর ৯, ২০১৭ 
  7. "There will be dire consequences for the country if we have another controversial polls"Dhaka Tribune। UNB। সংগ্রহের তারিখ মার্চ ২৪, ২০১৮  CS1 maint: discouraged parameter (link)
  8. "Zila parishad polls spoil electoral system: Shujan"The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭