সুম-পা-য়ে-শেস-ব্লো-গ্রোস

সুম-পা-য়ে-শেস-ব্লো-গ্রোস (ওয়াইলি: sum pa ye shes blo gros) দশম শতাব্দীর একজন তিব্বতী বৌদ্ধ ভিক্ষু ছিলেন যিনি তিব্বতের বিভক্তির যুগে বৌদ্ধধর্মের সংকটময় পরিবেশে পুনরায় বৌদ্ধধর্মকে পুনরুজ্জীবিত করেন।

সংক্ষিপ্ত জীবনী সম্পাদনা

সুম-পা-য়ে-শেস-ব্লো-গ্রোস দশম শতাব্দীতে মধ্য তিব্বতের দ্বুস অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিব্বতের বিভক্তির যুগে বৌদ্ধধর্মের সংকটময় পরিস্থিতিতে শুধুমাত্র আমদো অঞ্চলে এই ধর্মের অস্তিত্ব বজায় ছিল। তিনি দ্বুস অঞ্চলের ক্লু-মেস-ত্শুল-খ্রিম্স-শেস-রাব (ওয়াইলি: klu mes tshul khrims shes rab), 'ব্রিং-য়ে-শেস-য়োন-তান (ওয়াইলি: 'bring ye shes yon tan), রাগ-শি-ত্শুল-খ্রিম্স-'ব্যুং-গ্নাস (ওয়াইলি: rag shi tshul khrims 'byung gnas) ও র্বা-ত্শুল-খ্রিম্স-ব্লো-গ্রোস (ওয়াইলি: rba tshul khrims blo gros), গ্ত্সাং অঞ্চলের লো-স্তোন-র্দো-র্জে-দ্বাং-ফ্যুগ (ওয়াইলি: lo ston rdo rje dbang phyug), ত্শোং-ব্ত্সুন-শেস-রাব-সেং-গে (ওয়াইলি: tshong btsun shes rab seng ge) ও বোং-দোং-পা-আউ-পা-দে-কার (ওয়াইলি: bong dong pa au pa de kar) এবং ম্ঙ্গা'-রিস অঞ্চলের দুই ভাইয়ের সঙ্গে আমদো অঞ্চলে যাত্রা করে দান-তিগ বৌদ্ধবিহারে ব্লা-ছেন-দ্গোংস-পা-রাব-গ্সালের নিকট দীক্ষালাভ করেন। এই দশ জন দ্বুস-গ্ত্সাং-গি-ম্খাস-পা-মি-ব্চু (ওয়াইলি: dbus gtsang gi mkhas pa mi bcu) বা মধ্য তিব্বতের দশ জ্ঞানী ব্যক্তি নামে পরিচিত হন। এরপর তারা মধ্য তিব্বত ফিরে আসেন। সুম-পা-য়ে-শেস-ব্লো-গ্রোস সম-য়ে বৌদ্ধবিহার সহ বেশ কিছু বৌদ্ধবিহার সংস্কার শুরু করেন। তিনি 'ব্রো-সা-থাং নামক স্থানে দ্মে-রু বৌদ্ধবিহার প্রতিষ্ঠার ব্যর্থ প্রয়াস করেন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন গ্ন্যোস-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: gnyos tshul khrims rgyal mtshan) এবং দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Chhosphel, Samten (নভেম্বর ২০১০)। "Sumpa Yeshe Lodro"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters 

আরো পড়ুন সম্পাদনা

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, pp. 63 ff.