দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান

দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান (ওয়াইলি: dgon pa ba dbang phyug rgyal mtshan) (১০১৬-১০৮৩) একাদশ শতাব্দীর একজন বিখ্যাত তিব্বতী সাধক ছিলেন।

দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান

প্রথম জীবন সম্পাদনা

দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান তিব্বতের খাম্স অঞ্চলে ১০১৬ খ্রিষ্টাব্দে 'দ্জেং (ওয়াইলি: 'dzeng) জন্মগ্রহণ করেন। কম বয়সে পিতামাতার মৃত্যুর পর তিনি মধ্য তিব্বত যাত্রা করেন। গ্ত্সাং অঞ্চলের ন্যান-ত্শো (ওয়াইলি: nyan tsho) তিনি 'ব্রোম-স্তোন-পা-র্গ্যল-বা'ই-'ব্যুং-গ্নাস নামক বিখ্যাত বোউদ্ধ পন্ডিতের নিকট অতীশ দীপঙ্করের লাম-রিম সহ সমস্ত শিক্ষালাভ করেন। এছাড়া বুর নামক স্থানে অতীশ দীপঙ্কর দ্বারা স্থাপিত এক ছোট বৌদ্ধবিহারে তিনি অতীশ দীপঙ্করের নিকট হতে খা-'বার-মা'ই-গ্তোর-মা (ওয়াইলি: kha 'bar ma'i gtor ma) নামক শিক্ষালাভ করেন। নির্জন স্থানে একাকী সাধনা করার সুনামের জন্য দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শানকে নির্জন স্থানে বসবাসকারী বা দ্গোন-পা-বা নামে ডাকা হত।[১]

শেষ জীবন সম্পাদনা

১০৭৮ খ্রিষ্টাব্দে দ্গোন-পা-বা-দ্বাং-ফ্যুগ-র্গ্যাল-ম্ত্শান র্বা-স্গ্রেং বৌদ্ধবিহারের প্রধান নির্বাচিত হন। তিনি স্নে'উ-জুর-বা-য়ে-শেস-'বার ওয়াইলি: sne'u zur ba ye shes 'bar, ঝাং-কা-মা-পা-শেস-রাব-'ওদ (ওয়াইলি: zhang ka ma pa shes rab 'od), গ্ন্যান-স্না-মে-বা (ওয়াইলি: gnyan sna me ba), 'ব্রে-কো-দে-লুং-পা (ওয়াইলি: 'bre ko de lung pa), 'বান-গুং-র্গ্যাল-ত্শুল-খ্রিম্স-র্গ্যাল-বা (ওয়াইলি: 'ban gung rgyal tshul khrims rgyal ba), খা-রাগ-স্গোম-ছুং-দ্বাং-ফ্যুগ-ব্লো-গ্রোস (ওয়াইলি: kha rag sgom chung dbang phyug blo gros) প্রভৃতি ভিক্ষুকে শিক্ষাদান করেন।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Gardner, Alexander (2010-09 url = http://www.treasuryoflives.org/biographies/view/Gonpawa-Wangchuk-Gyeltsen/2598)। "Gonpawa Wangchuk Gyeltsen"। The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য);

আরো পড়ুন সম্পাদনা

  • Roerich, George, trans. 1996. The Blue Annals. 2nd ed. Delhi: Motilal Banarsidas, p. 266