সুমন্ত আসলাম
সুমন্ত আসলাম বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক।
সুমন্ত আসলাম | |
---|---|
জন্ম | ১ ডিসেম্বর সিরাজগঞ্জ |
পেশা | সাংবাদিক, লেখক |
ভাষা | বাংলা |
জাতীয়তা | বাংলাদেশী |
ধরন | কথাসাহিত্য, গল্প |
দাম্পত্যসঙ্গী | ফারজানা ঊর্মি |
সন্তান | সুমর্মী |
প্রাথমিক জীবনসম্পাদনা
সুমন্ত আসলাম জন্মেছেন সিরাজগঞ্জে। স্ত্রী ফারজানা ঊর্মি আর সুমর্মী। তার বাবার নাম মরহুম সোহরাব আলী তালুকদার এবং মায়ের নাম রওশনারা পারুল।[১]
লেখালেখিসম্পাদনা
তার বাড়িতে একটি পারিবারিক লাইব্রেরি ছিলো। সেই সূত্রেই ছেলেবেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে উঠেছে। লেখালেখির শুরু ঢাকায় আসার পরে। প্রথম বই প্রকাশ হয়েছিলো সময় প্রকাশন থেকে। ছোটগল্পের বই ‘স্বপ্নবেড়ি’।[২]
পেশাজীবনসম্পাদনা
লেখালেখিই এখন তার পেশা। এক সময় জড়িয়ে পরেন সাংবাদিকতায়। দেশের জনপ্রিয় একটি সংবাদপত্রে কাজ করেছেন দীর্ঘদিন। এখনও কাজ করছেন সংবাদপত্রেই।[৩]
আরো দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ খান, ফাতমা (৮ ফেব্রুয়ারি ২০১৪)। "স্বপ্নবাজ সুমন্ত আসলাম"। risingbd.com। ১৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "মেলায় উপন্যাসের দাপট"। প্রথম আলো। ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৬।
- ↑ "প্রকাশে এগিয়ে কবিতা, বিক্রিতে উপন্যাস"। প্রথম আলো। ১৬ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০১৬।