সুভূতী

বুদ্ধের অন্যতম শিষ্য

সুভূতী ছিলেন বুদ্ধের দশজন প্রধান শিষ্যের একজন। থেরবাদ বৌদ্ধধর্মে তাকে শিষ্য হিসাবে বিবেচনা করা হয় যিনি "উপহারের যোগ্য" এবং "দূরবর্তী ও শান্তিতে বসবাস" করার ক্ষেত্রে অগ্রগণ্য ছিলেন। মহাযান  বৌদ্ধধর্মে, তাকে শূন্যতা বোঝার ক্ষেত্রে অগ্রগণ্য বলে মনে করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা