সুবোধ রায়
সুবোধ রায় (১৯১৫- ২৬ আগস্ট,২০০৬) [১][২] (ঝুনকু রায় নামেও পরিচিত) একজন ভারতীয় বাঙালি বিপ্লবী সমাজতান্ত্রিক রাজনীতিবিদ যিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যুক্ত ছিলেন।
সুবোধ রায় | |
---|---|
জন্ম | ১৯১৫ |
মৃত্যু | ২৬ আগস্ট ২০০৬ |
জাতীয়তা | ব্রিটিশ ভারতীয়, ভারতীয় |
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) ভারত |
পেশা | স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী, রাজনীতিবিদ |
পরিচিতির কারণ | চট্টগ্রামের অস্ত্রগার আক্রমণের ব্যক্তি |
রাজনৈতিক দল | অনুশীলন সমিতি, ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) |
আন্দোলন | ভারতের বিপ্লবী স্বাধীনতা আন্দোলন |
জীবনী
সম্পাদনাসুবোধ রায় ১৯১৬ সালে অবিভক্ত পূর্ব বাংলায় চট্টগ্রামের এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সে তিনি বিপ্লবী নেতা সূর্য সেনের (মাস্টারদা) নির্দেশনায় ১৯৩০-৩১ সালে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী ছিলেন। এ মামলায় যাদের সাজা দেওয়া হয় সুবোধ তাদের মধ্যে প্রথমদিকের দণ্ডিত হওয়া ব্যক্তি। [২]
বিচারের পরে, সুবোধ রায়কে ১৯৩৪ সালে পোর্ট ব্লেয়ারের সেলুলার কারাগারে নির্বাসন দেওয়া হয়েছিল। [২]
১৯৪০ সালে জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি কমিউনিস্ট রাজনীতিতে যোগ দেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য হন। স্বাধীনতার পরে তিনি কলকাতায় চলে আসেন এবং পার্টির প্রাদেশিক কেন্দ্রের একজন সামগ্রিক হিসাবে যোগ দেন। ১৯৬৪ সালে ভারতের কমিউনিস্ট পার্টি বিভক্ত হওয়ার পরে সুবোধ রায় ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) (সিপিআই (এম) পক্ষে ছিলেন এবং সিপিআই’র (এম) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির দীর্ঘদিনের সদস্য ছিলেন। [৩]
সুবোধ রায় কমিউনিস্ট আন্দোলনের ইতিহাসে বিশেষ অবদান রেখেছেন। জাতীয় সংরক্ষণাগার নিয়ে গবেষণা করার পরে, তিনি ভারতের কমিউনিস্টি অপ্রকাশিত ডকুমেন্টস বইটি সম্পাদনা করেছিলেন। [৩]
জনপ্রিয় সংস্কৃতি
সম্পাদনাদেলজাদ হিলওয়াদে বেদব্রত পাইন পরিচালিত চিটাগং চলচ্চিত্রে তরুণ সুবোধ রায় (ঝুনকু) চরিত্রে অভিনয় করেছিলেন। [৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা,জানুয়ারি ২০১৯, পৃষ্ঠা ৪৫৪, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ ক খ গ "Model revolutionary"। Hinduonnet.com। ১৯৩০-০৪-১৮। সংগ্রহের তারিখ ২০১০-১১-০১।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "Comrade Subodh Roy Passes Away"। Pd.cpim.org। ২০০৬-০৯-০৩। ২০১১-০৬-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১১-০১।
- ↑ http://www.indianexpress.com/news/bedabrata-pain-sacrificed-a-lot-for-chittagong-anurag-kashyap/1013670