সুবহান কুলি কুতুব শাহ
৩য় গোলকোন্ডার সুলতান
সুবহান কুলি কুতুব শাহ (১৫৪৩-১৫৫০) ১৫৫০ সালে পিতা জামশেদ কুলি কুতুব শাহ-এর মৃত্যুর পরে গোলকোন্ডার সুলতান হয়, তখন তার বয়স ছিল ৭ বছর। সাইফ খানকে, যিনি আইনুল মুলক নামে পরিচিত, আহমেদনগর থেকে সুবহান কুলি কুতুব শাহের বেড়ে ওঠার সময় রাজপ্রতিনিধির দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু জামশেদের ছোট ভাই ইবরাহিম কুলি কুতুব শাহ বিজয়নগর থেকে গোলকোন্ডায় ফিরে এসে সিংহাসনে আরোহণ করেন। একই বছর সুবহানকে পদচ্যুত করা হয়েছিল, এবং অসুস্থতায় মারা গিয়েছিলেন বা হত্যা করা হয়েছিল।[১]
সুবহান কুলি কুতুব শাহ | |
---|---|
কুতুব শাহি রাজবংশের তৃতীয় সুলতান | |
রাজত্ব | ১৫৫০ |
পূর্বসূরি | জামশেদ কুলি কুতুব শাহ |
উত্তরসূরি | ইবরাহিম কুলি কুতুব শাহ |
জন্ম | ১৫৪৩ |
মৃত্যু | ১৫৫০ (বয়স ৬–৭) |
প্রাসাদ | কুতুব শাহি রাজবংশ |
পিতা | জামশেদ কুলি কুতুব শাহ |
পূর্বসূরী: জামশেদ কুলি কুতুব শাহ |
কুতুব শাহি রাজবংশ ১৫৫০ |
উত্তরসূরী: ইবরাহিম কুলি কুতুব শাহ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পাহাড় চূড়ার মসজিদ ও পায়রার উড়ান"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৪।
বহিঃসংযোগ
সম্পাদনাএই ভারতীয় রাজ ব্যক্তিত্বের জীবনী বিষয়ক নিবন্ধটিটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |