সুফিয়ানা পেয়ার মেরা
সুফিয়ানা পেয়ার মেরা ( বাংলা: আমার ভালবাসা সুফিবাদের মত বিশুদ্ধ) একটি ভারতীয় টেলিভিশন ধারাবাহিক যেটি ১৬ এপ্রিল ২০১৯ থেকে স্টার ভারতে প্রচার শুরু হবে।[১] ধারাবাহিকটি প্রযোজনা করেছেন দানিশ জাভেদ এবং প্রতীক শর্মা। এটি ডিপি স্টুডিওজ এর ব্যানারে নির্মিত হয়েছে। ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হেলি শাহ ও রাজবীর সিং।
সুফিয়ানা পেয়ার মেরা | |
---|---|
![]() | |
নির্মাতা | দানিশ জাভেদ, প্রতীক শর্মা |
উন্নয়নকারী | দানিশ জাভেদ |
লেখক | দানিশ জাভেদ |
অভিনয়ে | হেলি শাহ রাজবীর সিং |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ১ |
নির্মাণ | |
প্রযোজক | দানিশ জাভেদ, প্রতীক শর্মা |
নির্মাণের স্থান | মুম্বাই, ভারত |
ক্যামেরা সেটআপ | মাল্টি ক্যামেরা |
ব্যাপ্তিকাল | আনুমানিক ২১ মিনিট |
নির্মাণ কোম্পানি | ডিপি স্টুডিওজ |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | স্টার ভারত |
ছবির ফরম্যাট | এসডিটিভি,এইচডিটিভি |
মূল মুক্তির তারিখ | ১৬ এপ্রিল ২০১৯ বর্তমান | –
শ্রেষ্ঠাংশে সম্পাদনা
মুখ্য ভূমিকায় সম্পাদনা
- হেলি শাহ - সালতানাত/কায়নাত
- রাজবীর সিং - জারুন
অন্যান্য চরিত্রে সম্পাদনা
- সিদ্ধার্থ বীর সূর্যবংশী
- বিশ্বপ্রীতি কাউর
- বৈশালি নাজারেথ
- রাম গোপাল বাজাজ
- এস আশরাফ করিম
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Helly Shah's new show 'Sufiyana Pyar Mera' launch confirmed on Star Bharat"। Biz Asia (ইংরেজি ভাষায়)।