সুন্দর শেখর

পঞ্চকোট রাজ্যের রাজা

সুন্দর শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের ঊনবিংশ রাজা ছিলেন।

সুন্দর শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
রাজত্ব৬১৬-৬৩০
পূর্বসূরিভীম শেখর
উত্তরসূরিগোবিন্দ শেখর
বংশধরগোবিন্দ শেখর
নরেন্দ্র শেখর
রণজিৎ শেখর
রাজবংশশেখর রাজবংশ
পিতাভীম শেখর
ধর্মব্রাহ্মণ্য ধর্ম

সংক্ষিপ্ত পরিচিতি সম্পাদনা

সুন্দর শেখর পঞ্চকোট রাজ্য শাসনকারী শেখর রাজবংশের অষ্টাদশ রাজা ভীম শেখরের পুত্র ছিলেন। তিনি ৬১৬ খ্রিষ্টাব্দ হতে ৬৩০ খ্রিষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য শাসন করেন। গোবিন্দ শেখর, নরেন্দ্র শেখর ও রণজিৎ শেখর নামক তার তিন পুত্র ছিল।[১]:৩৩

তথ্যসূত্র সম্পাদনা

  1. রাখালচন্দ্র, চক্রবর্তী (২০১৩) [১৯৩৩]। দিলীপ কুমার গোস্বামী, সম্পাদক। পঞ্চকোট ইতিহাস (চতুর্থ সংস্করণ)। বজ্রভূমি প্রকাশনী, বিদ্যাসাগর পল্লী, সাউথ লেক রোড, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ -৭২৩১০১। 
সুন্দর শেখর
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
ভীম শেখর
পঞ্চকোট রাজ্যের রাজা
৬১৬-৬৩০
উত্তরসূরী
গোবিন্দ শেখর