সুনীল কুমার মণ্ডল

ভারতীয় রাজনীতিবিদ

সুনীল কুমার মণ্ডল হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত। তিনি একজন লোকসভা সদস্য।

সুনীল কুমার মণ্ডল
গলসী বিধানসভা কেন্দ্রের বিধায়ক
কাজের মেয়াদ
২০১১ – ২০১৪
পূর্বসূরীমেহবুব মণ্ডল
উত্তরসূরীগৌর চন্দ্র মণ্ডল
বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য
কাজের মেয়াদ
২০১৪ – বর্তমান
পূর্বসূরীঅনুপ কুমার সাহা
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1958-05-16) ১৬ মে ১৯৫৮ (বয়স ৬৫)
রামেশ্বরপুর, পশ্চিমবঙ্গ, ভারত
রাজনৈতিক দলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
দাম্পত্য সঙ্গীকাজলী মণ্ডল
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীবর্ধমান বিশ্ববিদ্যালয়

জীবনী সম্পাদনা

ষোড়শ লোকসভা নির্বাচনসপ্তদশ লোকসভা নির্বাচনে তিনি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হন।[১][২][৩] এছাড়া, ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় গলসী বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (পিডিএফ)West Bengal। Election Commission of India। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬ 
  2. "ভারতে সাধারণ নির্বাচন ২০১৯-এর ফলাফল"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯ 
  3. "General elections to the 17th Lok Sabha, 2019 - List of members elected" (PDF)। Election Commission of India। ২৫ মে ২০১৯। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৯ 
  4. "Galsi"Assembly Elections May 2011 Results। Election Commission of India। ২০১১-০৫-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-২৮