সুনান আদ-দারেমী ( আরবি: سنن الدارمي ) অথবা মুসনাদ আদ-দারেমী ( আরবি: مسند الدارمي) হল আবদুল্লাহ ইবনে আব্দুল রহমান আদ-দারিমী(১৮১ হি-২৫৫ হি) দ্বারা সংগ্রহীত একটি হাদীস সংকলন: সুন্নিদের মধ্যে প্রসিদ্ধ ৯টি হাদিস গ্রন্থের মধ্যে এটি একটি, যেখানে বাকি ৮টি গ্রন্থ হচ্ছে; ৬টি কুতুব আল-সিত্তাহ, আল-মুওয়াত্তামুসনাদে ইমাম আহমদ[১]

সুনান আদ-দারিমী
লেখকআল-দারিমী
ভাষাআরবী
ধরনহাদিস সংকলন

মুসনাদ বলে পরিচিত হলেও এটি অন্যান্য মুসনাদের মত হাদিস বর্ণনা করেনি। যেমন, এটি তায়ালিসি বা ইবনে হাম্বলের মতো বর্ণনাকারীর বর্ণনা সাজানো হয়নি। এটি সুনান ইবনে মাজাহের মতো একটি সুনানে বই, যেখানে সুনানের মত বিষয় সাজানো হয়েছে।

বিবরণ সম্পাদনা

মাকতাবা শামিলা মতে, এতে প্রায় তিন হাজার পাঁচশ (৩৫০০) হাদিস রয়েছে । [২] হাদীসগুলির বিন্যাস বিষয়বস্তু অনুসারে। সুনানের বেশিরভাগ হাদীসই সহীহ, কেবলমাত্র কয়েকটি হাদীস দুর্বল (জইফ)। [৩] [৪]

হস্তান্তর সম্পাদনা

দারিমি এই হাদীসগুলিকে ঈসা ইবনে উমর আল-সমরকান্দিতে স্থানান্তরিত করে; যার মৃত্যুর তারিখ অজানা, তবে সম্ভবত ২৯৩ হিজরীর পরে। তারপরে এটি যাদের কাছে যায় তারা হলো:

  • আবদুল্লাহ ইবনে আহমদ ইবনে হামাউইয়া আল-সারখাসি (২৯৩-৩৩১ হি)
  • আবদুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে মুজাফফর আল-দাউদি" জামাল আল-ইসলাম "(৩৭৪-৪৬৭ হি)
  • আবু-ওয়াকত আব্দুল-আউয়াল ইবনে ঈসা ইবনে শুয়াইব আল সিজিজ্জি (৪৫৮-৫৫৩ হি)

প্রকাশিত সংস্করণ সম্পাদনা

  • সুনান আদ-দারেমী (হাদীস শরীফ) । অনুবাদঃ মাওলানা মুহাম্মাদ খলিলুর রহমান মুমিন। প্রকাশনাঃ Mina Book House(মিনা বুক হাউস) । সংস্করণঃ ১ম প্রকাশ ২০১৩ । দেশঃ বাংলাদেশ [১]
  • আল-মুসনাদ আল-জামি '- সুনান আদ-দারিমী (المُسْنَد الجَامِع المعروف سُنَن الدَّارِمِي) ইমাম আবী মুহাম্মদ আদ দারিমী, প্রকাশিত: মুআসসসাত আল-রিসালাহ | বৈরুত, লেবানন [৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "al-Musnad al-Jami' - Sunan al-Darimi by Imam Abi Muhammad al-Darimi"www.loohpress.comআইএসবিএন 978-9933-23-191-0। মে ২, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯ 
  2. http://shamela.ws/index.php/book/21795
  3. "Sunan al-Darimi (1 vol Resalah) سنن الدارمي"www.alkitab.comআইএসবিএন 978-9933-23-191-0। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯ 
  4. "Finishing the Sunan of Ad-Darimi"। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "al-Musnad al-Jami' - Sunan al-Darimi (المُسْنَد الجَامِع المعروف سُنَن الدَّارِمِي) Imam Abi Muhammad al-Darimi"www.loohpress.comআইএসবিএন 978-9933-23-191-0। মে ২, ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ এপ্রিল ৩০, ২০১৯