সুখেন্দুবিকাশ দত্ত

সুখেন্দুবিকাশ দত্ত(১৯১৪-১৯২৯) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

জন্ম ও শিক্ষা সম্পাদনা

সুখেন্দুর জন্ম অবিভক্ত বাংলার চট্টগ্রাম জেলার শ্রীপুর গ্রামের এক অজ্ঞাত পরিবারে। তার পিতামাতা এবং রাজনৈতিক পরামর্শদাতা সম্পর্কে কিছুই জানা যায় না।[১][২]

তাঁর স্কুলের মেধাবী ছাত্র সুখেন্দুবিকাশ চট্টগ্রাম কংগ্রেসের স্বেচ্ছাসেবক হিসেবে প্রথমে জনজীবনে আসেন। চট্টগ্রামের বিপ্লবী নায়ক অনন্ত সিংহ তার জীবনীগ্রন্থ অগ্নিযুগে বলেছেন, দেওঘর ষড়যন্ত্র মামলায় সুখেন্দুবিকাসকে গ্রেফতার করা হয়েছিল।১৯০৮ সালে দেওঘরের কাছে ধিধিরিয়া পাহাড়ে বারীন্দ্রনাথ ঘোষ এবং বাংলার আরও চারজন বিপ্লবী তাঁদের তৈরি বোমার অগ্রণী পরীক্ষা চালান। এতে চরম সাফল্য পেলেও তাদের অন্যতম সহযোগী রংপুরের প্রফুল্ল চক্রবর্তী ঘটনাস্থলেই নিহত হন এবং বিস্ফোরণে উল্লাস্কর দত্ত গুরুতর আহত হন। ঘটনার অনেক পরে পুলিশ তদন্ত শুরু করে এবং সুখেন্দুবিকাশ সহ যুবকদের এলোমেলোভাবে গ্রেপ্তার করে, যাদের বিনা বিচারে কারাগারে রাখা হয়েছিল।[৩]

দুর্ঘটনাজনিত মৃত্যু সম্পাদনা

সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে কংগ্রেস অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিবদমান দলগুলোর সমাবেশে মাঝেমধ্যে গোলযোগ সৃষ্টি হয়। ১৯২৯ সালের ২১ সেপ্টেম্বর সূর্য সেন এক সভায় ভাষণ দেওয়ার সময় ইটপাটকেলের আঘাতে মারাত্মকভাবে আহত হন; তবে সবচেয়ে খারাপ ঘটনাটি ঘটেছিল সুখেন্দুবিকাশের সাথে যখন তিনি সহকর্মী কংগ্রেস স্বেচ্ছাসেবকদের সাথে অধিবেশন শেষে ফিরে আসছিলেন এবং বিপরীত গোষ্ঠীর আততায়ীরা তাকে ছুরিকাঘাত করে।[৪][৫]

সুখেন্ধবিকাশকে প্রথমে চট্টগ্রামে এবং পরে কলকাতা কারমাইকেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, যেখানে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, কিরণশঙ্কর রায় এবং সুভাষ বসুর মতো কংগ্রেস নেতারা তাকে দেখতে যান; কিন্তু তাকে বাঁচানো যায়নি। এমনকি সুভাষচন্দ্র বসুও শ্মশানে মিছিলে যোগ দেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "মাস্টারদা সূর্য সেন"www.kalerkantho.com। 2023-03। সংগ্রহের তারিখ 2023-05-31  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Surya Sen Issues and analysis @ abhipedia Powered by ABHIMANU IAS"abhipedia.abhimanu.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-১১ 
  3. https://amritmahotsav.nic.in/district-reopsitory-detail.htm?5568
  4. বসু, অঞ্জলি (নভেম্বর ২০১৩)। বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ। সংসদ বাঙালি চরিতাভিধান (পঞ্চম সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ সংস্করণ)। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৫১২। আইএসবিএন 978-8179551356 
  5. রায়, প্রকাশ (২০২০)। বিস্মৃত বিপ্লবীচেন্নাই: নোশনপ্রেস তামিলনাড়ুআইএসবিএন 978-1-63873-011-8