সুখলতা রাও

বাঙালি লেখিকা

সুখলতা রাও (২৩ অক্টোবর,১৮৮৬- ৯ জুলাই,১৯৬৯) একজন বাঙালি সাহিত্যিক ও সমাজসেবী যিনি ১৮৮৬ সালের ২৩ শে অক্টোবর, কলকাতায় বিখ্যাত শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ঘরে জন্মগ্রহণ করেন।[১] সুখলতা রাও কলকাতার ব্রাহ্ম বালিকা বিদ্যালয় এবং বেথুন কলেজে পড়াশোনা করেন। ১৯০৩ সালে বেথুন কলেজ থেকে ব্যচেলর ডিগ্রি লাভ করেন। ১৯০৭ সালে তিনি উড়িষ্যার জয়ন্ত রাওকে বিবাহ করেন ও স্বামীর সাথে কটক চলে যান। কটক যাওয়ার পর তিনি সেখানে ‘শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্র’, ‘উড়িষ্যা নারী সেবা সংঘ’ প্রভৃতি সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন।

সুখলতা রাও
জন্মসুখলতা রায়চৌধুরী
(১৮৮৬-১০-২৩)২৩ অক্টোবর ১৮৮৬
কলকাতা, ভারত
মৃত্যু৯ জুলাই ১৯৬৯(1969-07-09) (বয়স ৮২)
পেশালেখিকা, সমাজসেবী
জাতীয়তাভারতীয়
সময়কালবাংলার নবজাগরণ
ধরনশিশুসাহিত্যিক
উল্লেখযোগ্য রচনাবলিখোকা এলো বেড়িয়ে
সোনার ময়ূর
পথের আলো
দাম্পত্যসঙ্গীজয়ন্ত রাও
আত্মীয়উপেন্দ্রকিশোর রায়চৌধুরী(পিতা)
বিধুমুখী দেবী (মাতা)
সুকুমার রায়
সত্যজিৎ রায়

সাহিত্যকর্মসম্পাদনা

তিনি বাংলা ও ইংরেজিতে আলোক নামে একটি পত্রিকা সম্পাদনা করেন।

তার উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো:

  1. লালিভুলির দেশে
  2. নিজে পড়, নিজে শেখ,
  3. গল্প আর গল্প (১৯১২)
  4. খোকা এলো বেড়িয়ে (১৯১৬)
  5. নতুন পড়া (১৯২২)
  6. সোনার ময়ূর, নতুন ছড়া (১৯৫২)
  7. বিদেশী ছড়া (১৯৬২)
  8. নানান দেশের রূপকথা
  9. পথের আলো
  10. ঈশপের গল্প
  11. হিতোপদেশের গল্প

পুরস্কারসম্পাদনা

১৯৫৬ সালে ভারত সরকার তার "পোড়া" বইয়ের জন্য তাঁকে কায়সার-ই-হিন্দ পুরস্কার প্রদান করে।[১]

তথ্যসূত্রসম্পাদনা

  1. সুশান্ত সরকার (২০১২)। "রাও, সুখলতা"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743