সীতামউ রাজ্য

ভারতের রাজকীয় রাজ্য

সীতামউ জেলা [] ছিলো ব্রিটিশ শাসিত ভারতে অবস্থিত একটি ২১ তোপ সেলামী সম্মানপ্রাপ্ত দেশীয় রাজ্য, যা বর্তমানে ভারতের অন্তর্গত৷ ব্রিটিশ ভারতে এটি মধ্য ভারত এজেন্সির মালব এজেন্সিতে অবস্থিত রাজ্যগুলির মধ্যে একটি ছিলো। রাজ্যটির সদর ও প্রশাসনিক দপ্তর ছিল সীতামউ শহরে, যা বর্তমান মধ্যপ্রদেশ রাজ্যের মান্দসৌর জেলায় অবস্থিত। রাজ্যটি মোট ৩৫০ বর্গমাইল ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত ছিল এবং এটির বার্ষিক গড় রাজস্বের পরিমাণ ছিল ১,৩০,০০০ ভারতীয় মুদ্রা।[]

সীতামউ জেলা
सीतामऊ
ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য
১৭০১–১৯৪৮
সীতামউ রাজ্যের পতাকা
পতাকা
সীতামউ রাজ্যের প্রতীক
প্রতীক

ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া থেকে প্রাপ্ত সীতামউ রাজ্যের অবস্থান (মান্দসৌরের নিকট)
রাজধানীসীতামউ
আয়তন 
• ১৯০১
৯০৬ বর্গকিলোমিটার (৩৫০ বর্গমাইল)
জনসংখ্যা 
• ১৯০১
২৩, ৮৬৩
ইতিহাস 
• প্রতিষ্ঠিত
১৭০১
১৯৪৮
উত্তরসূরী
ভারত

ইতিহাস

সম্পাদনা

রাজা কেশব দাস ১৭০১ খ্রিস্টাব্দে সীতামউ রাজ্যের পত্তন ঘটান৷ রাজ্যের রাজার সৈন্যবলে ছিলো ৪০ টি অশ্বারোহী বাহিনী, ১২৫ টি পদচালিত সেনা এবং ছয়টি বন্দুক ব্যবহারের অধিকার৷ []

শাসকবর্গ

সম্পাদনা

এই রাজ্যের শাসকগণ ছিলেন রৎলাম রাজ্যে প্রতিষ্ঠাতা রতন সিংয়ের উত্তরসূরী৷ তারা রতনাবত রাঠোর রাজপুত নামে পরিচিত ছিলেন৷[] ১৮৮৫ খ্রিস্টাব্দে তারা ব্রিটিশদের থেকে হিস হাইনেস উপাধি গ্রহণ করেন৷

  • ১৭০১ – ১৭৪৮ কেশব দাস
  • ১৭৪৮ – ১৭৫২ গজ সিং
  • ১৭৫২ – ১৮০২ ফতে সিং
  • ১৮০২ – ১৮৬৭ প্রথম রাজারাম সিং
  • ১৮৬৭ – ২৮ মে ১৮৮৫ ভবানী সিং
  • ৮ ডিসেম্বর ১৮৮৫ – ১৮৯৯ হিস হাইনেস বাহাদুর সিং
  • ১৮৯৯ – ৯ মে ১৯০০ হিস হাইনেস শার্দুল সিং
  • ১১ মে ১৯০০ – ১৫ আগস্ট ১৯৪৭ হিস হাইনেস দ্বিতীয় রাজারাম সিং (১১ ডিসেম্বর ১৯১১ স্যার দ্বিতীয় রাজারাম সিং)[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Imperial Gazetteer of India, v. 21, p. 240.
  2. Imperial Gazetteer of India, v. 23, p. 51.
  3. http://www.indianrajputs.com/view/sitamau
  4. "Indian Princely States K-Z"www.worldstatesmen.org। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯