সিস্টার হল একটি জনপ্রিয় বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন পীযুষ বোস[১] এই চলচ্চিত্রটি ১৯৭৭ সালে ভয়েস এন্ড ভিশান অফ ইন্ডিয়া ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সংগীত পরিচালনা করেছিলেন সলিল চৌধুরী[২] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, উৎপল দত্ত, সন্তোষ দত্ত[৩]

সিস্টার
পরিচালকপীযুষ বোস
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুপ্রিয়া দেবী
উৎপল দত্ত
সন্তোষ দত্ত
সুরকারসলিল চৌধুরী
মুক্তি২৯ এপ্রিল ১৯৭৭
দেশভারত
ভাষাবাংলা

কাহিনী সম্পাদনা

কলেজে পড়ার সময় কল্যাণী তার পরিচয় জানতে পারে - সে একজন অবৈধ সন্তান। কল্যাণী আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু তার বাবা জোসেফ তার জীবন রক্ষা করে এবং তাকে সিমলায় নিয়ে আসে। তার বাবা এখানে একটি এতিমখানা করেছেন। তিনি এই অনাথ আশ্রমের সমস্ত দায়িত্ব কল্যাণীকে দেন। শীঘ্রই তার বাবা মারা যায় এবং সে জায়গাটির দায়িত্বে থাকে। এলাকার দরিদ্র শ্রমিকরা তাকে ভালোবাসে। তার বাচ্চারা এতিমখানার বাচ্চা। একদিন বিদেশী বাহিনী এতিমখানায় হাত নামা পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলল। আক্রমণকারী সেনাবাহিনী এই ছোট শিশুদের উপর অত্যাচার চালায়। কল্যাণী তাদের সাহসী হতে শেখায়। একটি ছোট ছেলে দৌড়ে বেরিয়ে এসে ভারতীয় সেনাবাহিনীকে এই হামলার কথা জানায়। সেনাবাহিনী এসে শত্রুকে হত্যা করে। এই ঘটনায় অনেক শিশু প্রাণ হারিয়েছে কিন্তু এটি সাহসিকতার গল্প।

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. FilmiClub। "Sister (1977)"FilmiClub (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  2. "Sister (1977)"Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 
  3. "Sister (1977) - Review, Star Cast, News, Photos"Cinestaan। ২০২০-১২-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা