সিসি ভার্জিনিয়া খামপেপে (জন্ম ৮ জানুয়ারি ১৯৫৭) হলেন দক্ষিণ আফ্রিকার একজন বিচারক, যিনি দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]

সিসি খামপেপে
দক্ষিণ আফ্রিকার সাংবিধানিক আদালতের বিচারপত
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০০৯
মনোনয়নকারীদক্ষিণ আফ্রিকার জুডিশিয়াল সার্ভিস কমিশন
নিয়োগদাতাজ্যাকব জুমা
শ্রম আপিল আদালতের বিচারক
কাজের মেয়াদ
২০০৭ – ২০০৯
মনোনয়নকারীজুডিশিয়াল সার্ভিস কমিশন
নিয়োগদাতাথাবো এমবেকি
উত্তর গতেং হাইকোর্টের বিচারক
কাজের মেয়াদ
২০০০ – ২০০৯
মনোনয়নকারীজুডিশিয়াল সার্ভিস কমিশন
নিয়োগদাতাথাবো এমবেকি
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1957-01-08) ৮ জানুয়ারি ১৯৫৭ (বয়স ৬৭)
সোয়েতো, ট্রান্সভাল, দক্ষিণ আফ্রিকা
প্রাক্তন শিক্ষার্থীজুজুল্যান্ড বিশ্ববিদ্যালয়
হার্ভার্ড ল স্কুল

জীবনী সম্পাদনা

সিসি খামপেপে ১৯৫৭ সালের ৮ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার ট্রান্সভাল প্রদেশের সোয়েতোতে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আফ্রিকার জুজুল্যান্ড বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আওতাধীন হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করেছেন।[২]

১৯৮৫ সালে তিনি আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেন এবং বোম্যান গিফ্যান নামের একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন।[১] ১৯৯৫ সালে তিনি দেশটির ট্রুথ অ্যান্ড রিকন্সিলিশন কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হন।[১] ১৯৯৮ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি দেশটির ন্যাশনাল প্রসিকিউটিং অথরিটির সাথে যুক্ত ছিলেন।[১]

২০০০ সালে সিসি খামপেপেকে দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের ট্রান্সভাল প্রদেশ শাখার (বর্তমান উত্তর গটেং হাইকোর্ট) বিচার হিসেবে নিযুক্ত করেন দক্ষিণ আফ্রিকার তৎকালীন রাষ্ট্রপতি থাবো এমবেকি।[৩] এরপর তিনি ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত দেশটির শ্রম আপিল আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।[১] ২০০৯ সালে তাকে দেশটির সাংবিধানিক আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ দেন দেশটির তৎকালীন রাষ্ট্রপতি জ্যাকব জুমা[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Justice Sisi Khampepe"। Constitutional Court। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২ 
  2. "Judges - Justice Sisi Khampepe"Constitutional Court of South Africa। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৪ 
  3. "New judges" (পিডিএফ)Consultus। General Council of the Bar। 14 (1): 22। এপ্রিল ২০০১। ৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১২