সিলেট কেন্দ্রীয় কারাগার

বাংলাদেশের কারাগার

সিলেট কেন্দ্রীয় কারাগার (সিলেট নতুন কেন্দ্রীয় কারাগার নামেও পরিচিত) হলো বাংলাদেশের সিলেট বিভাগের একটি কারাগার। এটি সিলেট শহর থেকে ১২ কিলোমিটার দূরে বাদাঘাটে অবস্থিত।[১]

সিলেট কেন্দ্রীয় কারাগার
সিলেট নতুন কেন্দ্রীয় কারাগার
কারাগার রূপরেখা
গঠিত২০১৮ (2018)
যার এখতিয়ারভুক্তবন্দি রাখা, তাদের সংশোধন ও সুপ্রশিক্ষিত করে সভ্য মানুষ হিসেবে গড়ে তোলা
সদর দপ্তর
২৪°৫৬′৪৫″ উত্তর ৯১°৪৮′১৬″ পূর্ব / ২৪.৯৪৫৮৮৭° উত্তর ৯১.৮০৪৪২৪° পূর্ব / 24.945887; 91.804424
নীতিবাক্যরাখিব নিরাপদ, দেখাব আলোর পথ
কারাগার নির্বাহী
  • কারা উপ-মহাপরিদর্শক
মূল বিভাগস্বরাষ্ট্র মন্ত্রণালয়
ওয়েবসাইটprison.sylhet.gov.bd
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৭৮৯ সালে বর্তমান সিলেট পুরাতন কেন্দ্রীয় কারাগার প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে, ৩ মার্চ ১৯৯৭ এ বাংলাদেশ সরকার এটিকে কেন্দ্রীয় কারাগার হিসেবে উন্নীত করেন। [১] [২] পুরনো কারাগারটিতে বন্দির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ২০১৮ সালের ১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সিলেট কেন্দ্রীয় কারাগারের (বর্তমান কারাগার) উদ্বোধন করেন। সিলেট কেন্দ্রীয় কারাগার নির্মাণ প্রকল্পের আওতায় ২৭০ কোটি টাকা[২][৩] ব্যয়ে ২০১২ সালে নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৮ সালে কারাগার নির্মাণ কার্য সম্পন্ন হয়।[১] সিলেট নতুন কেন্দ্রীয় কারাগারে ২০২১ সালের ১৭ জুন প্রথম ফাঁসি কার্যকর করা হয়। এর আগে সিলেট পুরাতন কারাগারে সাতজনের ফাঁসি কার্যকর করা হয়েছিল।[৪]

অবকাঠামো ও ধারণক্ষমতা সম্পাদনা

সিলেট কেন্দ্রীয় কারাগার ৩১.৩৬ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত। এর কারাবন্দি ধারণক্ষমতা ২০০০ জন,[১][২] এটি উদ্বোধনের পর পুরাতন কারাগারের কারাবন্দিদের এখানে স্থানান্তর করা হয়।[৫][৩][২] নতুন এই কারাগারে রয়েছে ৫৯টি ভবন, এর মধ্যে পুরুষ ও নারী কারাবন্দিদের জন্য রয়েছে পৃথক ভবন। আরও আছে যক্ষ্মা এবং মানসিক রোগীদের[৬] জন্য আলাদা হাসপাতালসহ মোট ৪টি হাসপাতাল। কারাগারে দুই তলা বিশিষ্ট একটি রেস্টহাউজের পাশাপাশি, চার তলা বিশিষ্ট একটি ডে কেয়ার সেন্টার, লাইব্রেরি, স্কুল এবং মসজিদ রয়েছে।[২][৩] [৫]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এক নজরে সিলেট কেন্দ্রীয় কারাগার"prison.sylhet.gov.bd। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  2. "সিলেটে নতুন ঠিকানায় যাচ্ছেন 'বন্দিরা'"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  3. "সিলেটে নতুন কারাগারে ২৩০০ বন্দি স্থানান্তর"। দৈনিক মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  4. "সিলেটের নতুন কারাগারে প্রথম ফাঁসি কার্যকর"। বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "সিলেট কেন্দ্রীয় কারাগার ২৩০ বছর পর নতুন ঠিকানায়"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২ 
  6. "Documentary on Sylhet Central Jail"। বাংলাদেশ জেল। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২২