সিরাজুদ্দিন বুলকিনি
সিরাজুদ্দিন আল বুলকিনি (জন্ম: ৪ আগস্ট ১৩২৪ - মৃত্যু: ১ জুন ১৪০৩ খ্রি:) অন্যতম শীর্ষস্থানীয় শাফিয়ী আলেম । তিনি ছিলেন ইসলামী আইনশাস্ত্রের একজন মিশরীয় পণ্ডিত। শেখ বালকিনিকে হিজরি অষ্টম শতাব্দীর অন্যতম বিরল আলেম (ইসলামি দ্বীনি পণ্ডিত) হিসাবে বিবেচনা করা হয় । তাঁর সম্পর্কে ইসলামী পণ্ডিতদের অভিমত যে, তিনি হলেন অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ । তাশিহ আল-মিনহাজ শিরোনামে তার সর্বাধিক গুরুত্বপূর্ণ রচনাটি শাফিঈ ফিকহ অনুসারে ইসলামী আইন সম্পর্কিত একটি ধ্রুপদী সারগ্রন্থ । এটি আল নওয়াবির মিনহাজ আল তালিবিনের ব্যাখ্যা ।[১]
সিরাজুদ্দিন আল বুলকিনী | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | ৪ আগস্ট ১৩২৪ খ্রিস্টাব্দ / ৭২৪ হিজরি বুলকিনা, মিশর |
মৃত্যু | ১ জুন ১৪০৩ খ্রিস্টাব্দ / ৮০৫ হিজরি |
ধর্ম | ইসলাম |
অঞ্চল | মিশর |
আখ্যা | সুন্নী |
ব্যবহারশাস্ত্র | শাফিঈ |
প্রধান আগ্রহ | ফিকহ, শরিয়াহ |
উল্লেখযোগ্য কাজ | তাসহিহুল মিনহাজ |
মুসলিম নেতা | |
যাদের প্রভাবিত করেন | |
আরবি নাম | |
ব্যক্তিগত (ইসম) | উমর |
পৈত্রিক (নাসাব) | ইবনে রাসলান |
ডাকনাম (কুনিয়া) | আবু হাফস |
উপাধি (লাক্বাব) | সিরাজুদ্দিন |
স্থানীয় (নিসবা) | আল বুলকিনি,আল শাফিঈ |
নাম ও বংশ
সম্পাদনাইমাম আল বুলকিনির উপনাম আবু হাফস । তার উপাধি সিরাজুদ্দিন এবং তার নাম উমর ইবনে রিসলান । সাধারণত তার স্বীয় যুগে ইমামুল আইম্মা এবং আলামুল আইম্মা উপাধি দ্বারা তাকে স্মরণ করা হত । তার বংশনামা হল : উমর ইবনে রিসলান ইবনে নাসির ইবনে সালেহ আল-কিনানি আল-আসকালানি আল-বুলকিনী আশ-শাফিঈ । এখানে নসবনামায় সালেহ নামক তার যে পূর্বপুরুষ রয়েছে, এই 'সালেহ'-ই প্রথম ব্যক্তি যিনি বুলকিনা গ্রামে বসতি স্থাপন করেছিলেন ।
ছাত্র
সম্পাদনাইমাম বুলকিনি অসংখ্য ছাত্র রেখে গেছেন । বিশেষত তার পুত্র জালালুদ্দিন বুলকিনি , ইবনে হাজার আসক্বালানী এবং ইবনে নাসিরুদ্দিন (মৃত্যু: ৮৪২ হিজরী) ইমাম বুলকিনিকে তাদের শায়খ বলে স্বীকৃতি দিয়েছেন ।
সন্তান সন্ততি
সম্পাদনাইমাম বুলকিনি বিখ্যাত সুপণ্ডিত বাহাউদ্দিন আবু মুহাম্মদ ইবনে আকীল (মৃত্যু: ৭৬৯ হিজরী) এর কন্যার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন । এই দাম্পত্য কোল থেকে ইমাম বুলকিনির তিন পুত্র জন্ম গ্রহণ করেন । তিনি তার সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেছিলেন ।
- বদরুদ্দিন আল বুলকিনি - শায়খ সিরাজুদ্দিনের জীবদ্দশায় ৭৯১ হিজরিতে মারা যান ।
- জালালুদ্দীন আল বুলকিনি - তিনি একজন আলেম ও ফকীহ ছিলেন । ৮২৪ হিজরিতে মৃত্যুবরণ করেন ।
- আলম-উদ্দিন বুলকিনি - ইমাম জালালুদ্দীন সুয়ূতীও তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছিলেন। ৮৬৮ হিজরিতে মৃত্যুবরণ করেন ।
মৃত্যু
সম্পাদনাইমাম বুলকিনি ১১ জিলকদ শুক্রবার দিন ৮০৫ হিজরি মুতাবেক ১৪০৩ খ্রিস্টাব্দে কায়রোতে মৃত্যুবরণ করেন । তার নামাজে জানাজা পড়ান তার পুত্র জালালুদ্দিন বুলকিনি । ইমাম সিরাজুদ্দিন বুলকিনির প্রতিষ্ঠিত মাদরাসায় তাকে দাফন করা হয় ।[২] মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮১ বছর ২ মাস ২৮ দিন ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ludwig W. Adamec (2009), Historical Dictionary of Islam, pp.238-239. Scarecrow Press. আইএসবিএন ০৮১০৮৬১৬১৫.
- ↑ ابن العماد الحنبلی: شذرات الذھب، جلد 9، صفحہ 81۔