সিমা ছিয়েন

চীনা ইতিহাসবেত্তা ও লেখক

সিমা ছিয়েন ছিলেন হান সাম্রাজ্যের রাজকীয় লিপিশালার একজন অধ্যক্ষ। তাকে চৈনিক ইতিহাস লিখনধারার জনক হিসেবে বিবেচনা করা হয়। তার সর্বশ্রেষ্ঠ গ্রন্থ প্রধান ঐতিহাসিক দলিল যা চৈনিকদের কাছে শিচি নামেই অধিক পরিচিত। গ্রন্থটিতে তিনি "জিযহুয়ান্তি" ধাঁচে হলুদ সম্রাটের সময় হতে সিমা ছিয়েনের সমসাময়িক হান সম্রাট এর সময় পর্যন্ত প্রায় দুই হাজার বছরের বেশি সময়ের চীনের ইতিহাস লিপিবদ্ধ করেন। তার রচনাবলী পরবর্তী চৈনিক ইতিহাস লিখনধারার ভিত্তি স্থাপন করে।

সিমা ছিয়েন
জন্ম১৪৫ বা ১৩৫ খ্রিষ্টপূর্বাব্দ
লুংমান, হান সাম্রাজ্য (বর্তমানে হচিন, শানশি
মৃত্যু৮৬ খ্রিষ্টপূর্বাব্দ
পেশাইতিহাসবিদ
পরিচিতির কারণপ্রধান ঐতিহাসিক নথি
আত্মীয়সিমা থান (পিতা)
সিমা ছিয়েন
ঐতিহ্যবাহী চীনা 司馬遷
সরলীকৃত চীনা 司马迁
Zichang
ঐতিহ্যবাহী চীনা 子長
সরলীকৃত চীনা 子长

বিখ্যাত উক্তি সম্পাদনা

১. মানুষের মৃত্যু অনিবার্য, কিন্তু তার তাৎপর্য হবে থাই পাহাড়ের চেয়েও ভারী বা বেলে হাঁসের পালকের চেয়েও হালকা।

বহিঃসংযোগ সম্পাদনা