সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

ঢাকা, বাংলাদেশের কলেজ

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও ঢাকার তেজগাঁওয়ের, পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত একটি কলেজ[১][২] এটি ১.৭১ একর (৬৯০০ মিটার) পরিমাপের একটি ভূমি উপর ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। পূর্বে এটি স্টাফ ওয়েলফেয়ার হাইস্কুল নামে পরিচিত ছিল। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শিক্ষাঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মন্ত্রণালয় দ্বারা স্বীকৃত। বর্তমানে, এটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয়।

সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও
অবস্থান
মানচিত্র
পুরাতন বিমান বন্দর সড়ক, তেজগাঁও,

,
১২১৫

স্থানাঙ্ক২৩°৪৬′৩০″ উত্তর ৯০°২৩′৩১″ পূর্ব / ২৩.৭৭৫০০° উত্তর ৯০.৩৯১৯৪° পূর্ব / 23.77500; 90.39194
তথ্য
ধরনস্কুলকলেজ
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১৯৬৩ (1963)
বন্ধবিকাল ৫ টায়
বিদ্যালয় বোর্ডঢাকা শিক্ষা বোর্ড
বিদ্যালয় জেলাঢাকা
ইআইআইএন১০৮৫১৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষগ্রুপ ক্যাপ্টেন তাহসিন ফেরদৌস আহমদ খান, এইচডিএমসি, পিএসসি, জিডি(পি)
শ্রেণীশিশু - ৫ম
৬ষ্ঠ - ১০ম
একাদশ - দ্বাদশ
বয়সশিশু শ্রেণি ৫+ বছর এবং প্রথম শ্রেণি ৬+
ভর্তিভর্তি ফরম বিতরণ শুরু নভেম্বর মাস থেকে
ভাষাবাংলাইংরেজি
শিক্ষায়তন১.৭১ একর
ক্যাম্পাসের ধরনশহুরে
রং     নীল ,      আকাশী
দলের নামবাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সংবাদপত্রপল্লব
ওয়েবসাইটcasc.edu.bd

ইতিহাস সম্পাদনা

১৯৬৩ সালে স্টাফ ওয়েল ফেয়ার হাই স্কুল নামে এই বিদ্যালয় তার কার্যক্রম শুরু করে। ১৯৯৬ সালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিদ্যালয়টির নাম পরিবর্তন করে সিভিল এভিয়েশন উচ্চ বিদ্যালয় নামকরণ করে। পরবর্তীতে এটি সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। ২০১৭ সালে এখানে ইংরেজী মাধ্যম চালু হয়। ১৯ জুন ২০১৮ সালে প্রতিষ্ঠানটি একাদশ শ্রেণিতে পাঠদানের অনুমোদন লাভ করে।[৩]

অনুষদ সম্পাদনা

এখানে বাংলা এবং ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। প্রতিষ্ঠানের তিনটি অংশ রয়েছে।

  • প্রাথমিক বিভাগ (কেজি থেকে পঞ্চম শ্রেণি)
  • জুনিয়র মাধ্যমিক ও মাধ্যমিক (ষষ্ঠ থেকে দশম শ্রেণি)
  • কলেজ (একাদশ ও দ্বাদশ শ্রেণি)

সহশিক্ষা কার্যক্রম সম্পাদনা

  • সিএএসসি ফটোগ্রাফি ক্লাব
  • সিএএসসি বিজ্ঞান ক্লাব
  • সিএএসসি কুইজ ক্লাব
  • সিএএসসি বিতর্ক ক্লাব

পাঠ সম্পাদনা

এই বিদ্যালয়ে কেজি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছেলে ও মেয়ে উভয়ই পড়াশোনা করতে পারে। প্রতিবছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের জন্য উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষা দেয়। এখানে মানবিক, বিজ্ঞানব্যবসায় শিক্ষা – এ তিনটি বিভাগে পাঠদান করা হয়।

পোশাক সম্পাদনা

১. শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছেলেদের: নেভী ব্লু ফুল প্যান্ট ও হাফ হাতা সাদা রং এর শার্ট। সাদা কেডস। নেভী ব্লু সোয়েটার। মেয়েদের: নেভী ব্লু স্কার্ট কলারসহ ও সাদা রং এর মোজা।সাদা কেডস্, লাল সোয়েটার।

২.চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছেলেদের:নেভী ব্লু ফুলপ্যান্ট ও হাফহাতার সাদা রং এর শার্ট। সাদা কেডস। নেভী বঙ্গ সোয়েটার।

মেয়েদের:নেভী ব্লু কলার সহ ফ্রক ও সাদা পায়জামা, সাদা রং ওড়না ও সাদা স্কার্ফ। শীতকালে সম্মুখদিক খোলা লাল রং এর সোয়েটার।

৩.বয়স্কাউটঃ কাব স্কাউট ২য় শ্রেণি – ৫ম শ্রেণি, বয়স্কাউট ৬ষ্ঠ শ্রেণি-১০ম শ্রেণি, কাব স্কাউট ও বয় স্কাউটের পোশাক নেভী ব্লু প্যান্ট আকাশী রং এর হাফ/ ফুল শার্ট, সবুজ বডারের লাল স্কার্ফ,কালো মোজা ও সু / পিটি সু

গার্ল গাইড ও হলদে পাখি সাদা হাতা শার্ট কলার কামিজ বটল গ্রীন টাই ও সাদা বেল্ট। হলদে পাখি: সাদা ফ্রক,হলুদ টাই ও বেল্ট।

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "আমাদের অবস্থান – Civil Aviation School and College" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৬ 
  2. "সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজে নিয়োগ"www.jugantor.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৩ 
  3. ghatail.edu.bd; casc.edu.bd। "civil aviation school and college"civil aviation school and college (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১১-১৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]