সিভান

হিব্রু বর্ষপঞ্জির তৃতীয় মাস

সিভান (হিব্রু: סִיוָן, সিওয়ান ; আক্কাদীয় সিমানু থেকে, অর্থ "ঋতু; মৌসুম") সাধারণ পঞ্জির নবম এবং ইহুদি ধর্মপঞ্জির তৃতীয় মাস। এই মাসে ত্রিশ দিন রয়েছে। সিভান সাধারণত গ্রেগরিয়ান বর্ষপঞ্জির মে-জুনে পড়ে।

সিভান
ইজরায়েলের নাহালালে বিক্কিরিমের নৈবেদ্য
শাভুত, সপ্তাহব্যাপী উৎসব, যে দিন তওরাহ ইহুদিদের সিনাই পর্বতে দেওয়া হয়েছিলো।
প্রথম ফল নৈবেদ্য হিসেবে ২০০৬ সালে ইজরায়েলের নাহালালে প্রদানের চিত্র
স্থানীয় নামסִיוָן (হিব্রু)
বর্ষপঞ্জিহিব্রু বর্ষপঞ্জি
মাসের ক্রম
দিনের সংখ্যা৩০
ঋতুবসন্ত (উত্তর গোলার্ধে)
গ্রেগরীয় সমতুল্যমে–জুন
গুরুত্বপূর্ণ দিবসশাভুত

হিব্রু বর্ষপঞ্জির অন্যান্য মাসের মতো এই মাসের বর্তমান নামটি বন্দিদশার সময়ে ব্যাবিলনীয় বর্ষপঞ্জি থেকে আরা সিমানু মাসের নাম থেকে নেওয়া হয়েছে।[১]

ছুটির দিন ও উদযাপিত দিবস সমূহ সম্পাদনা

ইতিহাস ও ধর্মে সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Muss-Arnolt, W., [www.jstor.org/stable/3259081 The Names of the Assyro-Babylonian Months and Their Regents], Journal of Biblical Literature Vol. 11, No. 1 (1892), pp. 72–94 [82], accessed 10 Aug. 2020

বহিঃসংযোগ সম্পাদনা