জর্জ এরিয়াস হলো একজন মেক্সিকান-আমেরিকান পেশাদার কুস্তিগির। বর্তমানে সে ডাব্লিউডাব্লিউইর সাথে চুক্তিবদ্ধ রয়েছে। যেখানে সে স্ম্যাকডাউন ব্র্যান্ডের হয়ে সিন কারা নামে রেসলিং করছে।[৩][৪]

সিন কারা
এরিয়াস সিন কারা মুখোশ ধারনকৃত অবস্থায় ২০১৪ সালে
জন্ম নামজর্জ এরিয়াস
জন্মএল প্যাসো, টেক্সাস যুক্তরাষ্ট্র
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামহুনিকো[১]
ইনকোগনিটো
জর্জ এরিয়াস
মিসটিকো[২]
মিসটিকো দে জুয়ারেজ
মেসটিকো
সিন কারা (২)
সিন কারা নিগ্রো
কথিত উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি
কথিত ওজন১৯৮ পা (৯০ কেজি)
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
এল প্যাসো
জুয়ারেজ, মেক্সিকো[৩]
মেক্সিকো সিটি
অভিষেকনভেম্বর ২১, ১৯৯৯

এরিয়াস ২০১১ সালে ডাব্লিউডাব্লিউই মূল রোস্টারে অভিষেক ঘটায়। সাময়িক সময়ের জন্য তার স্থান মূল সিন কারা লুইস উরাইভ কে দেয়া হয়। তখন সে হুনিকো নামে মুখোশ ছাড়া রেসলিং করে, এবং চামাচোর সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়। ২০১৩ সালে উরাইভ কে ডাব্লিউডাব্লিউই ছেড়ে দিলে হুনিকো আবার সিন কারা চরিত্রে ফিরে যায়। এরিয়াস যুক্তরাষ্ট্রে বড় হওয়ায় সে দর্শকদের উপর নির্ভর করে স্প্যানিশ বা ইংরেজি ভাষায় কথা বলতো। যেখানে উরাইভ ইংরেজি ভাষায় কথা বলতে জানতো না। ২০১৪ সালে দ্য লুচা ড্রাগনস এর অংশ হিসেবে কালিস্টোর সাথে এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে।

ডাব্লিউডাব্লিউই তে চুক্তিবদ্ধ হওয়ার পূর্বে এরিয়াস ইনকোগনিটো বা মেসটিকো নামে মেক্সিকান কুস্তি প্রোমোশন এএএ এবং যুক্তরাষ্ট্রের কুস্তি প্রোমোশন চিকারাতে কুস্তি করতো।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Hunico"Online World of Wrestling। নভেম্বর ৭, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ আগস্ট ১১, ২০১১ 
  2. "Pro Wrestling Illustrated 500 – 2008: Pro Wrestling Illustrated"। Blue Bell, Pennsylvania, USA: Sports and Entertainment publications LLC। পৃষ্ঠা 113। October 2008। 
  3. "Hunico"Florida Championship Wrestling। জানুয়ারি ৪, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ডিসেম্বর ৩১, ২০১০ 
  4. "Sin Cara"WWE। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা