সিডনি ডার্লিংটন
সিডনি ডার্লিংটন একজন তড়িৎ প্রকৌশলী। তিনি ১৯৫৩ সালে একটি ট্রানজিস্টর কনফিগারেশন উদ্ভাবন করেন যা ডার্লিংটন পেয়ার নামে পরিচিত।
সিডনি ডার্লিংটন | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৩১ অক্টোবর ১৯৯৭ | (বয়স ৯১)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পুরস্কার | আইইই মেডেল অব অনার ১৯৮১ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | তড়িৎ প্রকৌশল |
প্রতিষ্ঠানসমূহ | বেল ল্যাব্স |
জীবনী
সম্পাদনাডার্লিংটন ১৯০৬ সালের ১৮ জুলাই পেন্সিলভেনিয়ার পিটসবার্গে জন্মগ্রহণ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে পদার্থবিজ্ঞানে বিএস এবং ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯২৯ সালে তড়িৎ প্রকৌশলে বিএস ডিগ্রি অর্জন করেন। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪০ সালে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি ১৯২৯ সালে বেল ল্যাব্স এ টেকনিকাল স্টাফের সদস্য হিসেবে যোগদান করেন। তিনি ১৯৭১ সালে বেল ল্যাব্স থেকে সার্কিটস অ্যান্ড কন্ট্রোল বিভাগের প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। [১][২][৩]
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রীডম, ১৯৪৫
- আইইই এডিসন মেডেল, ১৯৭৫
- আইইই মেডেল অব অনার, ১৯৮১
- সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং, ১৯৭৫
- সদস্য, ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস, ১৯৭৮
প্যাটেন্টসমূহ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ২১ অক্টোবর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৪।
- ↑ http://www.ieeeghn.org/wiki/index.php/Sidney_Darlington
- ↑ http://www.nytimes.com/1997/11/08/us/sidney-darlington-91-dies-leader-in-design-of-circuitry.html