সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়

সরকারি বিশ্ববিদ্যালয়

সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে: SMU; ইংরেজি: Singapore Management University) সিঙ্গাপুরের একটি স্বায়ত্তশাসিত সরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি মার্কিন হোয়ার্টন স্কুল অব দ্য ইউনিভার্সিটি অব পেন্সিল্‌ভেনিয়া শিক্ষা নীতির উপর ভিত্তি করে স্থাপিত হয়।

সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়
Universiti Pengurusan Singapura (মালয়)
Singapore Management University (ইংরেজি)
新加坡管理大学 (চীনা)
சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகம் (তামিল)
ধরনস্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়[১]
স্থাপিত২০০০
আচার্যমিঃ জে. ই. পিল্লি
সভাপতিঅধ্যাপক আনারড দে মেয়ের
প্রাধ্যক্ষঅধ্যাপক লিলি কং
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
353[২]
স্নাতক৭৯৭৯ জন[৩]
স্নাতকোত্তর১৮২০ জন[৩]
অবস্থান
ব্রাস ব্রাসা
,
১°১৭′৪৮″ উত্তর ১০৩°৫০′৫৯″ পূর্ব / ১.২৯৬৬৭° উত্তর ১০৩.৮৪৯৭২° পূর্ব / 1.29667; 103.84972
শিক্ষাঙ্গনশহুরে
পোশাকের রঙসেমি ব্লু এবং সিম গোল্ডেন          
ওয়েবসাইটwww.smu.edu.sg
মানচিত্র

সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় ২০০০ সালের ১২ই জানুয়ারি সিঙ্গাপুর শহরের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত হয়। এস.এম.ইউ শহুরের ক্যাম্পাসে প্রায় ১০,০০০ ছাত্রছাত্রীর স্নাতক সম্মান, স্নাতকোত্তর, পিএইচডি শিক্ষা অজন করার সুযোগ রয়েছে। সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান, স্নাতকোত্তর, পিএইচডি প্রোগ্রামে ৬টি অনুষদ রয়েছে ব্যবসা বিশ্লেষণ, আর্থিক সেবা, হিসাব বিজ্ঞান, অর্থনীতি, ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা, আইনসামাজিক বিজ্ঞান

বিশ্ববিদ্যালয় হয়েছে ৩০টি গবেষণা ইনস্টিটিউট, সেন্টার অফ এক্সেলেন্স, কাস্টমাইজড কর্পোরেট প্রশিক্ষণ কেন্দ্র এবং এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক এএসিএসবি এবং ইকিউইউআইএস দ্বারা স্বীকৃত।

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয় মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর ক্রেডিট সিস্টেমে কোর্স অনুসরণ করে শিক্ষা প্রদান করে থাকে। প্রতিটি কোর্স বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত হয়, প্রতিটি কোর্সের অধিনে সাধারণত ৫০ জন ছাত্র ছাত্রী নিয়ে ছোট ছোট গ্রুপে পরিচালিত হয়।

ভর্তি কার্যক্রম সম্পাদনা

স্নাতক সম্মান প্রোগ্রামে ভর্তি একটি প্রতিযোগিতামূলক এবং নির্বাচনী পদ্ধতিতে করে হয়। লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার ভাইবার আবেদনকারীদের মূল্যায়ন করা হয়। এছাড়াও এসএমইউ -এর অধ্যাপকগণ আবেদনকারীদের একাডেমিক প্রমাণপত্রাদি এবং সহ-পাঠক্রম কার্যকলাপ রেকর্ড যাচাই বাছাই করে ছাত্র ছাত্রী ভর্তি করা হয়।[৪] ভর্তির আবেদন শুরু হয় অক্টোবর মাসে এবং ভর্তি প্রক্রিয়া চলে এপ্রিল পর্যন্ত। [৫] সিঙ্গাপুর ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আবেদনকারীদের ভর্তি ফর্মের সাথে ইংরেজি ভাষার পারদর্শিতা আইইএলটিএস প্রমাণপত্র জমা দিতে হয়।[৬]

শ্রেণীকক্ষ সমূহ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বসার জন্য সিঙ্গেল ডেক চেয়ার রয়েছে। শ্রেণীকক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত এবং শিক্ষার্থীদের সকল ধরনের পরীক্ষা গ্রহণের জন্য পৃথক পরীক্ষা কক্ষ রয়েছে।

গ্রন্থাগার সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে রয়েছে সিলেবাস ভিত্তিক বইয়ের পাশাপাশি অন্যান্য জ্ঞানমূলক বইয়ের সমন্বয়ে গঠিত। লাইব্রেরীটি সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত হলেও শুধুমাত্র কার্ডধারী শিক্ষার্থীরাই বই বাসায় নিয়ে যেতে পারে। গ্রন্থাগারটি শীতাতপ নিয়ন্ত্রিত।

সুযোগ সুবিধা সম্পাদনা

বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জন্য যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা হলো: সেমিনার কক্ষ, আধুনিক ক্লাস রুম, কম্পিউটার ল্যাব এবং গ্রুপ স্টাডি কক্ষ। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয় গবেষণার সুযোগও রয়েছে। ক্যাম্পাস জায়গার সীমাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া সুবিধা সীমিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় রয়েছে একটি সুইমিং পুল, জিমনেসিয়াম এবং একটি মাল্টি পারপাস ক্রীড়া হল, একটি শিলা প্রাচীর দ্বারা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস সাজানো হয়েছে। [৭]

উল্লেখযোগ্য ছাত্র ছাত্রী সম্পাদনা

চিত্র সমাহার সম্পাদনা

 
বায়বীয় পরিদৃশ্য বিশ্ববিদ্যালয়ের (বাম থেকে ডানে)
 
প্রশাসন ব্লক শহরের ক্যাম্পাস
 
SMU ক্যাম্পাস সবুজ বৈশিষ্ট্য
 
সাবেক র্যাফেল কলেজ সাইটের SMU এর প্রথম ক্যাম্পাস
 
স্কুল হিসাববিদ্যা
 
লি কং Chian স্কুল অফ বিজনেস
 
School of Law
 
স্কুল অফ ইনফরমেশন সিস্টেম
 
স্কুল অব ইকোনমিকস এবং স্কুল অব সোশ্যাল সায়েন্সেস
 
লি কা শিং লাইব্রেরি

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Post-secondary education"Ministry of Education, Singapore। Ministry of Education, Singapore। ৫ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০১৫ 
  2. "Quick facts"Singapore Management University। ১৪ ডিসেম্বর ২০১৫। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৫ 
  3. "Quick facts" (পিডিএফ)Singapore Management University। ১৮ সেপ্টেম্বর ২০১৭। ১৭ জানুয়ারি ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০১৫ 
  4. "SMU Admissions Website"। SMUAdmissions। ১৪ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৩ 
  5. "SMU Admissions Website"। SMUAdmissions। ১১ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৩ 
  6. "Singapore Management University (SMU)"। SMU। ২ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৭ 
  7. "Overview"। Smu.edu.sg। ২২ মার্চ ২০১০। ২ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা

সিঙ্গাপুরের কিছু সরকারী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: