সিকিম এক্সপ্রেস
ইংরেজি দৈনিক পত্রিকা যা গ্যাংটক, সিকিম, ভারত থেকে প্রকাশিত হয়
সিকিম এক্সপ্রেস হল একটি ইংরেজি দৈনিক পত্রিকা যা গ্যাংটক, সিকিম, ভারত থেকে প্রকাশিত হয়। [২] এটি সিকিমের প্রাচীনতম এবং বৃহত্তম প্রচারিত ইংরেজি দৈনিক সংবাদপত্র। সংবাদপত্রটি ১৯৭৬ সালে সাপ্তাহিক হিসাবে শুরু হয়েছিল এবং ২০০৩ সালে দৈনিক হিসাবে রূপান্তরিত হয়েছিল এবং এটি সিকিম রাজ্যের প্রথম ইংরেজি সংবাদপত্র। [৩] এটি ১৯৮৬ সালে সর্বভারতীয় ক্ষুদ্র ও মাঝারি সংবাদপত্রের সম্মেলনে ভারতের সেরা ছোট সংবাদপত্রের (ইংরেজি) পুরস্কার জিতেছিল। [৩]
ধরন | দৈনিক সংবাদপত্র |
---|---|
ফরম্যাট | ব্রডশীট |
প্রতিষ্ঠাকাল | ১৯৭৬ |
রাজনৈতিক মতাদর্শ | বামপন্থী |
ভাষা | ইংরেজি |
সদর দপ্তর | কাশীরাজ প্রধান রোড, নম নাম, গ্যাংটক, সিকিম, ৭৩৭১০১[১] |
দেশ | ভারত |
ওয়েবসাইট | www |
ফ্রি অনলাইন আর্কাইভ | epaper |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২।
- ↑ "Indian Newspapers"। onlinenewspapers.com। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১২।
- ↑ ক খ "Backdrop"। Sikkim Express। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১২।