সিওরলি ইউ আর জোকিং, মি. ফাইনম্যান!

সিওরলি ইউ আর জোকিং, মি. ফাইনম্যান! নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের স্মৃতিচারণের ওপর ভিত্তি করে সম্পাদিত রচনা সংগ্রহ। ১৯৮৫ সালে প্রকাশিত এই বইটিতে ফাইনম্যানের জীবনের নান দিক উঠে এসেছে। বইটির কিছু অংশ হালকা মেজাজের যেমন সেফক্রাকিং এ তার আগ্রহ, বঙ্গোবাদন ও ছবি আঁকা ইত্যাদি; আবার ম্যানহাটন প্রজেক্ট, পদার্থবিজ্ঞানে তার কাজ নিয়ে নানা বিষয়ও এতে স্থান পেয়েছে। পুরো বইটিতেই ফাইনম্যানের অনবদ্য সেন্স অফ হিউমারের ছাপ রয়েছে।

সিওরলি ইউ আর জোকিং, মি. ফাইনম্যান!
১৯৮৯ সালের পেপারব্যাক সংস্করণ।
লেখকরিচার্ড ফাইনম্যান
দেশইউনাইটেড স্টেটস
ভাষাইংরেজি
ধরনআত্মজীবনী, জীবনী
প্রকাশকডব্লু.ডব্লু.নর্টোন (ইউএসএ)
প্রকাশনার তারিখ
১৯৮৫ (ইউএসএ)
মিডিয়া ধরনছাপা (শক্তমলাটপেপারব্যাক) পাশাপাশি শ্রবণযোগ্য সংস্করণ
পৃষ্ঠাসংখ্যা৩৫০ পৃষ্ঠা(ইউএস শক্তমলাট সংস্করণ) এবং ৩২২ পৃষ্ঠা (ইউএস পেপারব্যাক সংস্করণ)
আইএসবিএনআইএসবিএন ০-৩৯৩-০১৯২১-৭ (ইউএস শক্তমলাট সংস্করণ) {{ISBNT}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ অক্ষর
ওসিএলসি১০৯২৫২৪৮
530/.092/4 B 19
এলসি শ্রেণীQC16.F49 A37 1985
পরবর্তী বইWhat Do You Care What Other People Think? 

প্রকাশনা তথ্য সম্পাদনা