সাসক্যাচুয়ান পর্বত (আলবার্টা)

কানাডার পর্বত

সাসক্যাচুয়ান পর্বত কানাডার আলবার্টা প্রদেশেব্যানফ জাতীয় উদ্যানের অবস্থিত উত্তর সাসক্যাচুয়ান নদীর উপত্যাকা অঞ্চলের ৩,৩৪২ মিটার (১০,৯৬৫ ফু) একটি পর্বত। ভৌগোলিকভাবে পর্বতটি কানাডিয় রকিজের অংশ। প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত। পর্বতের পূর্ব শৈলশিরায় দুই কিলোমিটারের মধ্যে 'ক্লিওপেট্রার সূচ' নামে পরিচিত বাতিঘর সদৃশ্য ৭৫ মিটার উচ্চ একটি প্রাকৃতিকভাবে বিচ্ছিন্ন চূড়া আছে।

সাসক্যাচুয়ান পর্বত
সাসক্যাচুয়ান পর্বত, ইনসেটে বাতিঘর চূড়া
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,৩৪২ মিটার (১০,৯৬৫ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা১,১০২ মিটার (৩,৬১৫ ফুট) [২]
প্রধান শিখরঅ্যানড্রোমিডা পর্বত (৩৪৫০ মিটার)[২]
স্থানাঙ্ক৫২°০৫′৫৯″ উত্তর ১১৭°০৫′৩৬″ পশ্চিম / ৫২.০৯৯৭২° উত্তর ১১৭.০৯৩৩৩° পশ্চিম / 52.09972; -117.09333[৩]
ভূগোল
অবস্থানআলবার্টা, কানাডা
মূল পরিসীমাকলাম্বিয়া বরফক্ষেত্র
টপো মানচিত্রএনটিএস ৮৩সি/০৩[৩]
আরোহণ
প্রথম আরোহণ১৯২৩ সালে, কনরাড কেইন, ডাব্লিউ এস লাড ও জে মনরো থোরিংটন[২][৪]
সহজ পথকৌশলগত আরোহণ
একই নামের অন্য পর্বতের জন্য দেখুন, সাসক্যাচুয়ান পর্বত (ইউকন)

ইতিহাস

সম্পাদনা

১৮৯৮ সালে বৃটিশ পর্বতারোহী জন নরম্যান কলি, পর্বতটির নিকটবর্তী সাসক্যাচুয়ান নদী'র নামে নামকরণ করেছিলেন।[২] একটি প্রতিবেদনে বলা হয় যে, এ পর্বতের বারিপাতে সৃষ্ঠ পানি প্রবাহ উত্তর সাসক্যাচুয়ান নদীতে পতনের কারণে নরম্যান কলি এই নদীর নামে নামকরণ করেছিলেন।[৫] ১৯২৩ সালে কনরাড কেইন, ডাব্লিউ এস লাড ও জে মনরো থোরিংটন সর্বপ্রথম এই পর্ব আরোহণ করেছিলেন।[৫][৬]

বাতিঘর চূড়া

সম্পাদনা
 
বাতিঘর চূড়াটি 'ক্লিওপেট্রা'র সুচ' নামেও পরিচিত।

সাসক্যাচুয়ান পর্বতের চুড়া হতে দুই কিলোমিটার পূর্ব খাড়িতে একটি ৭৫ মিটার (২৪৬ ফুট) প্রাকৃতিক সুউচ্চ মিনার আছে, যা অনানুষ্ঠানিক ভাবে বাতিঘর চূড়া নামে পরিচিত। সমুদ্রপৃষ্ঠ হতে ২,৯৬০ মিটার (৯,৭১০ ফুট) মিনারটি 'ক্লিওপেট্রা'র সূচ' নামেও পরিচিত।[১]

১৯৬৪ সালে জি বোয়েনিশ ও এল ম্যাকেয় এই চূড়াটিতে সর্বপ্রথম আরোহণ করেছিলেন।[৬]

ভূতত্ত্ব

সম্পাদনা

ব্যানফ জাতীয় উদ্যানের অন্যান্য পর্বতের মত সাসক্যাচুয়ান পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত।[৭] ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরও পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৮] সাসক্যাচুয়ান পর্বতের উত্তরাংশে একটি নামহীন হিমবাহ আছে, যা পার্কার শৈলশিরা হতে ভালভাবে দেখা যায়।

জলবায়ু

সম্পাদনা

কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী সাসক্যাচুয়ান পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত।[৯] এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৯] এই পর্বত আরোহণের জন্য গ্রীষ্মকালের আবহাওয়া সবচেয়ে উপযোগী।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Mount Saskatchewan"PeakFinder.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  2. "Mount Saskatchewan"Bivouac.com 
  3. "Mount Saskatchewan"Geographical Names Data Base. Natural Resources Canada। সংগ্রহের তারিখ ২০১৭-০৮-০৬ 
  4. Thorington, J. Monroe (১৯৬৬) [1921]। "Thompson Pass to Head of Athabaska River"। A Climber's Guide to the Rocky Mountains of Canada। With the collaboration of Putnam, William Lowell (6th সংস্করণ)। American Alpine Club। পৃষ্ঠা 230–231। আইএসবিএন 978-1376169003 
  5. Geographic Board of Canada. Place Names of Alberta (1928)
  6. "Lighthouse Tower"PeakFinder.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১৬ 
  7. বেলিয়া, হেলেন আর. (১৯৬০)। দ্য স্টোরি অব দ্য মাউন্টেইন্স ইন দ্য ব্যানফ ন্যাশনাল পার্ক (পিডিএফ)পার্কস কানাডা হিস্টোরি ডট কম (প্রতিবেদন)। অটোয়া: জিওলজিকাল সার্ভে অব কানাডা। ২০১৫-১০-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩ 
  8. Gadd, Ben (২০০৮)। Geology of the Rocky Mountains and Columbias 
  9. Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (২০০৭)। "Updated world map of the Köppen−Geiger climate classification"। Hydrol. Earth Syst. Sci.11: 1633–1644। আইএসএসএন 1027-5606 

বহিঃসংযোগ

সম্পাদনা