অ্যানড্রোমিডা পর্বত
অ্যানড্রোমিডা পর্বত কানাডার আলবার্টা প্রদেশের জেসপার ও ব্যানফ জাতীয় উদ্যানের সীমানায় কলাম্বিয়া বরফক্ষেত্রের অন্তর্ভুক্ত পর্বত। ১৯৩৮ সালে কানাডিয় আলপাইন ক্লাবের প্রাক্তন সভাপতি রেক্স গিবসন, গ্রিক পুরাণে বর্ণিত দেবতা পের্সেউসের স্ত্রী অ্যানড্রোমিডার নামে এই পর্বতের নামকরণ করেন। অ্যানড্রোমিডা পর্বতারোহীদের কাছে আরোহণের জন্য জনপ্রিয়। এটির উচ্চতা ৩৪৫০ মিটার (১১,৩২০ ফুট)। নিকটতম আথাবাস্কা পর্বতের ২.৩ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিম কোনে অবস্থিত পর্বতটি সানওয়াপ্টা গিরিপথ অতিক্রমের পথে 'আইসফিল্ড পার্কওয়ে' নামে পরিচিত আলবার্টার মহাসড়ক ৯৩ হতে দেখা যায়।[১]
অ্যানড্রোমিডা পর্বত | |
---|---|
![]() আথাবাস্কা হিমবাহ হতে অ্যানড্রোমিডা পর্বত | |
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৩,৪৫০ মিটার (১১,৩২০ ফুট) [১] |
সুপ্রত্যক্ষতা | ৩৩০ মিটার (১,০৮০ ফুট) [২] |
প্রধান শিখর | আথাবাস্কা পর্বত (৩৪৯১ মিটার)[২] |
স্থানাঙ্ক | ৫২°১০′৩৬″ উত্তর ১১৭°১৩′৫৪″ পশ্চিম / ৫২.১৭৬৬৭° উত্তর ১১৭.২৩১৬৭° পশ্চিম [২] |
ভূগোল | |
অবস্থান | আলবার্টা |
মূল পরিসীমা | কানাডিয় রকিজ |
টপো মানচিত্র | এনটিএস ৮৩সি/০৩ |
আরোহণ | |
প্রথম আরোহণ | ১৯৩০,ডাব্লিউ আর হেইন্সওর্থ, জে এফ লেম্যান, এম এম স্ট্রুমিয়া[১] |
সহজ পথ | পাথুরে/হিমবাহ/তুষার আরোহণ |
ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পাদনা
অ্যানড্রোমিডা পর্বত,এটির নিকটতম আথাবাস্কা পর্বতের সাথে আথাবাস্কা হিমবাহের দক্ষিণ-পূর্ব এবং সাসকাচোয়ান হিমবাহের উত্তর-পশ্চিমে অবস্থিত। এটির উচ্চতা ৩৪৫০ মিটার (১১,৩২০ ফুট)। পর্বতটির প্রায় সম উচ্চতার দুইটি চূড়া আছে। চূড়াগুলি উত্তর-পূর্ব আর দক্ষিণ-পূর্ব চূড়া নামে ডাকা হয়।[১]
আরোহণ সম্পাদনা
অ্যানড্রোমিডা পর্বতে সম্পর্কে ক্লাইম্বার'স গাইডের বর্ণনা অনুসারে, "একটি জনপ্রিয় চূড়া, আইসফিল্ডস ক্যাম্পগ্রাউন্ড থেকে স্নোমোবাইল পার্কিংয়ের রাস্তা দিয়ে খুব সহজেই দেখা যায় এবং সহজেই গতায়নযোগ্য।"[৩] ১৯৩০ সালে ডাব্লিউ আর হেইন্সওর্থ, জে এফ লেম্যান, এম এম স্ট্রুমিয়া ও এন বি ওয়াফল এই পর্বতে প্রথম আরোহণ করেন। অ্যানড্রোমিডা আরোহণের জন্য বেশ কয়েকটি পথ আছে। স্কাইলেডার নামক পথটি সাধারণত বেশি জনপ্রিয়।[১]
চিত্রশালা সম্পাদনা
-
আথাবাস্কা পর্বত (সর্ব বামে) ও অ্যানড্রোমিডা পর্বত চূড়া (ডানে)
-
অ্যানড্রোমিডা পর্বত ও আথাবাস্কা হিমবাহ, ১৯৬৪
-
উইলকক্স গিরিপথ হতে অ্যানড্রোমিডা
-
অ্যানড্রোমিডা'র দুই চূড়া
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ গ ঘ ঙ "Mount Andromeda"। PeakFinder.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৬।
- ↑ ক খ গ "Mount Andromeda"। Bivouac.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৯-২৭।
- ↑ Putnam, William L.; Kruszyna, Robert (১৯৮৫)। Climber's Guide The Rocky Mountains of Canada North। Banff, AB and New York: Alpine Club of Canada and American Alpine Club। পৃষ্ঠা 108। আইএসবিএন 0-930410-19-X।