সালোনি (পাকিস্তানি অভিনেত্রী)

অভিনেত্রী

জোহরা বেগম উর্দু: سالونا‎‎ ; ২৬শে এপ্রিল ১৯৫০ – ১৫ অক্টোবর ২০১০) ছিলেন ১৯৬০ এর দশকের শেষদিক এবং ১৯৭০ এর দশকের গোড়ার দিকের একজন পাকিস্তানি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি একজন সফল অভিনেত্রী ছিলেন এবং অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[১] চিত্রজগতে তিনি সালোনি নামে পরিচিত ছিলেন।

সালোনি
জন্ম
জোহরা বেগম

(১৯৫০-০৪-২৬)২৬ এপ্রিল ১৯৫০
মৃত্যু১৫ অক্টোবর ২০১০(2010-10-15) (বয়স ৬০)
পেশাঅভিনেত্রী
কর্মজীবন১৯৬৪ –১৯৭৯
দাম্পত্য সঙ্গীগোলাম বারি মালিক

ব্যক্তিগত জীবন সম্পাদনা

সালোনি ১৯৫০ সালের ২৬শে এপ্রিল সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৬৪ সালে গদ্দার চলচ্চিত্রে মোহাম্মদ আলি ও সুধীরের বিপরীতে অভিনয় দিয়ে চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন।[২] তিনি পাঞ্জাবি এবং উর্দু উভয় ভাষার ছবিতেই অভিনয় করেছিলেন। তিনি ওয়াহিদ মুরাদ, ইউসুফ খান, এজাজ দুররানি ও আকমল খানের মতো বিশিষ্ট নায়কদের সাথে অভিনয় করেছিলেন।[৩]

মৃত্যু সম্পাদনা

সালোনি নিজের মেয়ের সাথে দেখা করতে করাচিতে গিয়েছিলেন এবং ২০১০ সালের ১৫ অক্টোবরে লিভার বিকল হয়ে সেখানেই মৃত্যুবরণ করেছিলেন। লাহোরের গুলবার্গের ফেরদৌস মার্কেটের কাছে থাই পিন্ডে তাঁকে সমাধিস্থ করা হয়েছে। কয়েক বছর পর ২২ ডিসেম্বর, ২০১৫ তারিখে তাঁর স্বামী বারি মালিকও ৯৭ বছর বয়সে লাহোরে মারা যান।[১][৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. The Newspaper's Staff Reporter (১৬ অক্টোবর ২০১০)। "Saloni is no more"Dawn.com newspaper। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৭ 
  2. Reporter, The Newspaper's Staff (২০১০-১০-১৬)। "Saloni is no more"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০ 
  3. Profile of actress Saloni on urduwire.com website Retrieved 22 December 2017
  4. "Owner of Bari Studio passes away"The Express Tribune (ইংরেজি ভাষায়)। ২০১৫-১২-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১০ 

বহিঃসংযোগ সম্পাদনা