সালমান ইউসুফ খান

ভারতীয় নৃত্যশিল্পী

সালমান ইউসুফ খান (জন্ম: ১২ জুন ১৯৮৫) হলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, অভিনেতা এবং নৃত্য পরিকল্পনাকারী। তিনি জি টিভিতে প্রচারিত নৃত্য বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান ডান্স ইন্ডিয়া ডান্সের প্রথম আসর জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তিনি ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি এবং ঝলক দিখলা যার মতো আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

সালমান ইউসুফ খান
২০১৩ সালে সালমান
জন্ম (1985-06-12) ১২ জুন ১৯৮৫ (বয়স ৩৯)
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তন
  • ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুল
  • নিত্তে মীনাক্ষী ইন্সটিটিউট অব টেকনোলজি
পেশানৃত্যশিল্পী, অভিনেতা, নৃত্য পরিকল্পনাকারী
কর্মজীবন২০০৯–বর্তমান
উচ্চতা১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীফাইজা হারামাইন (বি. ২০১৩)
পিতা-মাতা
  • ইউসুফ খান (পিতা)
  • রুকসানা জবীন (মাতা)

কর্মজীবন

সম্পাদনা

সালমান নৃত্য বিষয়ক অনুষ্ঠান ডান্স ইন্ডিয়া ডান্সের প্রথম আসরে অংশগ্রহণ করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেছেন। উক্ত অনুষ্ঠানটি জয়লাভের পর, তিনি প্রভু দেবা পরিচালিত বলিউড চলচ্চিত্র ওয়ান্টেডের মূল গানে উপস্থিত হয়েছিলেন। অতঃপর তিনি রক্ত চরিত্র নামক চলচ্চিত্রের "ডান্স অব ডেথ" নামক গানে এবং ২০১১ সালে অ্যালাইভ-এ নৃত্য পরিবেশন করেছেন।

তিনি সুকুন – বৈশালী মেড নামক চলচ্চিত্রে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। অতঃপর রেমো ডি'সুজা পরিচালিত এবিসিডি: এনিবডি ক্যান ড্যান্স নামক চলচ্চিত্রে রকি চরিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক করেন; এই চলচ্চিত্রটি ২০১৩ সালের ৮ই ফেব্রুয়ারি তারিখে মুক্তি পেয়েছে।

অতঃপর তিনি নৃত্য পরিকল্পনাকারী হিসেবে, ঝলক দিখলা যা চতুর্থ আসরে ইয়ানা গুপ্তার সাথে, পঞ্চম আসরে ইশা শেরওয়ানির সাথে এবং ষষ্ঠ আসরে দ্রষ্টি ধামির সাথে অংশগ্রহণ করেছেন; যেখানে তিনি দ্রষ্টির সাথে ষষ্ঠ আসরের শিরোপা জয়লাভ করেছিলেন। ২০১৪ সালে, তিনি ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৫-এ একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি ৫ম স্থান অধিকার করেছিলেন।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

সালমান ইউসুফ খান তার দীর্ঘকালীন বান্ধবী ফাইজা হারামাইনের সাথে ২০১৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা
সাল চলচ্চিত্র চরিত্র টীকা
২০০৯ ওয়ান্টেড স্বভূমিকা "মোস্ট ওয়ান্টেড ট্র্যাক" গানে নৃত্যশিল্পী হিসেবে
২০১১ রক্ত চরিত্র "মিলা তো মারেগা" গানে নৃত্যশিল্পী হিসেবে
২০১৩ এবিসিডি: এনিবডি ক্যান ড্যান্স রকি চলচ্চিত্রে অভিষেক
২০১৪ ডার্লিং নৃত্য পরিচালনাকারী
জিদ
ক্রিচার ৩ডি
২০১৬ জি কুট্টা সে
২০১৭ লাভ ইউ ফ্যামিলি রাজ
হার্টবিটস পল্লব
২০১৮ দিল জংলী নৃত্য পরিচালনাকারী
ওয়েলকাম টু নিউ ইয়র্ক
লক্ষ্মী ইউসুফ খান
২০২০ স্ট্রিট ড্যান্সার জৈন

অনুষ্ঠান

সম্পাদনা
সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল টীকা
২০০৯ ডান্স ইন্ডিয়া ডান্স ১ প্রতিযোগী জি টিভি বিজয়ী
২০১১ ঝলক দিখলা যা ৪ নৃত্য পরিকল্পনাকারী সনি টিভি ইয়ানা গুপ্তার নৃত্য পরিকল্পনাকারী
২০১২ ঝলক দিখলা যা ৫ নৃত্য পরিকল্পনাকারী কালার্স টিভি ইশা শেরওয়ানির নৃত্য পরিকল্পনাকারী
২০১৩ ঝলক দিখলা যা ৬ নৃত্য পরিকল্পনাকারী দ্রষ্টি ধামির নৃত্য পরিকল্পনাকারী; বিজয়ী
২০১৪ ঝলক দিখলা যা ৭ চ্যালেঞ্জদাতা [][]
ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৫ প্রতিযোগী ৫ম স্থান অধিকারী
২০১৫ ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৬ চ্যালেঞ্জদাতা
নাচ বলিয়ে ৭ অতিথি স্টার প্লাস
ঝলক দিখলা যা ৮ সেলিব্রিটি চ্যালেঞ্জদাতা কালার্স টিভি
২০১৬ ঝলক দিখলা যা ৯ প্রতিযোগী ২য় স্থান অধিকারী
কমেডি নাইটস বাঁচাও স্বভূমিকা
২০১৭ ডান্স ডান্স জুনিয়র বিচারক স্টার সুবর্ণ কন্নড় ভাষার অনুষ্ঠান
২০১৮ হাই ফিভার স্বভূমিকা অ্যান্ড টিভি
২০২০ ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১০ অতিথি কালার্স টিভি
ইন্ডিয়া'স বেস্ট ডান্সার অতিথি সনি টিভি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "PICS: 12 Contestants of Khatron Ke Khiladi 5"indiatimes.com (ইংরেজি ভাষায়)। ২০১৪-০২-০২। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-০৯ 
  2. Neha Maheshwri (২৮ ডিসেম্বর ২০১৩)। "Choreographer-turned-actor Salman ties the knot"The Times of India। TNN। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  3. "Salman Yusuff Khan to bow out of Jhalak Dikhhla Jaa"The Times of India। TNN। ২৯ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 
  4. "Are these two India's best dancers right now?"Hindustan Times। ২৩ আগস্ট ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা