সার্ভার সুন্দরম
সার্ভার সুন্দরম (তামিল: சர்வர் சுந்தரம்) হচ্ছে ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল চলচ্চিত্র।[১] কৈলাস বলচন্দের একই নামের একটি মঞ্চনাটকের কাহিনী অবলম্বনে চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন কৃষ্ণন এবং পঞ্জু এবং প্রযোজক ছিলেন এ ভি মেইয়াপ্পান। এই চলচ্চিত্রটি ছিলো হাস্যরসাত্মক-নাট্য ঘরানার এবং কিছুটা বিষাদের ছোঁয়াও ছিলো।[২] চলচ্চিত্রটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন নাগেশ, কে. আর. বিজয়া এবং আর. মুথুরমণ। একজন গরীব রেস্তোরাঁ পরিচারকের ঐ রেস্তোরাঁর কন্যার প্রতি প্রেম করার বাসনা নিয়েই এই চলচ্চিত্রের মূল কাহিনী।
সার্ভার সুন্দরম | |
---|---|
পরিচালক | কৃষ্ণন-পঞ্জু |
প্রযোজক | এ ভি মেইয়াপ্পান |
রচয়িতা | কৈলাস বলচন্দ |
চিত্রনাট্যকার | কৈলাস বলচন্দ |
কাহিনিকার | কৈলাস বলচন্দ |
শ্রেষ্ঠাংশে | নাগেশ কে. আর. বিজয়া আর. মুথুরমণ |
সুরকার | এম এস বিশ্বনাথন-টি কে রামমূর্তি |
চিত্রগ্রাহক | এস মারুতি রাও |
সম্পাদক | এস পাঞ্জাবি আর ভিট্টাল |
প্রযোজনা কোম্পানি | গুহন ফিল্মস |
পরিবেশক | এভিএম প্রোডাকশন্স |
মুক্তি | ১১ ডিসেম্বর ১৯৬৪ |
স্থিতিকাল | ১৬৫ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | তামিল |
চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালক ছিলেন মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথন এবং টি. কে. রামমূর্তি আর গীতিকার ছিলেন কন্নদাসন এবং বালি। কৈলাস বলচন্দ ১৯৬৩ সালে 'সার্ভার সুন্দরম' নামেই একটি মঞ্চনাটক বানিয়েছিলেন, এই চলচ্চিত্রটি ঐ মঞ্চনাটকের কাহিনীর মতোই।[৩] চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার - তামিল এবং শ্রেষ্ঠ তামিল ভাষার চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) জিতেছিলো।
অভিনয়ে
সম্পাদনা- কে. আর. বিজয়া - রাধা
- নাগেশ - সুন্দরম
- আর. মুথুরমণ - রাঘবন
- মেজর সুন্দররাজন - চক্রবর্তী
- মনোরমা - কান্তা
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "'Server Sundaram': Revisiting Nagesh's evergreen Tamil comedy"। thenewsminute.com। ২৪ অক্টোবর ২০২০।
- ↑ S. Theodore Bhaskaran (২৭ ফেব্রুয়ারি ২০০৯)। "Tragic Comedian"। thehindu.com।
- ↑ S Sujatha (৮ জুলাই ২০২০)। "K Balachander, a visionary who launched icons"। telenganatoday.com। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০২০।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে সার্ভার সুন্দরম (ইংরেজি)