সার্ক ফোয়ারা
সার্ক ফোয়ারা বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত একটি ফোয়ারা। এটি প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলের সামনে অবস্থিত।
কাওরান বাজার সার্ক ফোয়ারা, ঢাকা, বাংলাদেশ | |
শিল্পী | নিতুন কুন্ডু |
---|---|
বছর | ১৯৮৫ |
উপাদান | ইস্পাত |
আয়তন | ৯.৭৫ m (৩২ ft); ৩২ m ব্যাস (১০৫ ft) |
অবস্থান | ঢাকা |
২৩°৪৫′০০″ উত্তর ৯০°২৩′৩৫″ পূর্ব / ২৩.৭৪৯৯০৯° উত্তর ৯০.৩৯৩১৬২° পূর্ব |
দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা বা সার্কের অন্যতম সদস্য রাষ্ট্র বাংলাদেশের রাজধানী ঢাকায় ১৯৯৩ সালে এটি নির্মিত হয়। এটির নকশাকারী হলেন নিতুন কুণ্ডু (১৯৩৫-২০০৬)।