সারেং বৌ (উপন্যাস)
শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস
সারেং বৌ শহীদুল্লা কায়সার কর্তৃক রচিত একটি উপন্যাস।[১][২] এতে এক দেশ-বিদেশ ভ্রমণকারী সারেং ও তার বউ এর জীবনকাহিনীর উপর ভিত্তি করে লেখা হয়েছে।
লেখক | শহীদুল্লা কায়সার |
---|---|
প্রচ্ছদ শিল্পী | কামরুল হাসান |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরন | উপন্যাস |
প্রকাশনার তারিখ | ১৯৬২ |
চরিত্র
সম্পাদনাকদম আলী ও নবিতুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র।
অভিযোজন
সম্পাদনাএই উপন্যাসের উপর ভিত্তি করে ১৯৭৮ সালে একই নামে একটি চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়, যেটির পরিচালক ছিলেন আবদুল্লাহ আল মামুন। চলচ্চিত্রটিতে অভিনয় করেন ফারুক, কবরী, আরিফুল হক, জহিরুল হক, বিলকিস, বুলবুল ইসলাম, ডলি চৌধুরীসহ আরো অনেকে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০১৯-১২-২০)। "সারেং বৌ ও ইংরেজি অনুবাদ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮।
- ↑ ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "'সারেং বউ': নারীর অন্তহীন সংগ্রামের বয়ান"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২০২৩-১২-১৮।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |