সারা বেরনার্ত

ফরাসি অভিনেত্রী

সারা বেরনার্ত (ফরাসি : [sa.ʁa bɛʁ.nɑʁt];[] জন্ম অঁরিয়েত-রোজিন বেরনার্ত, ২২ অক্টোবর ১৮৪৪ - ২৬ মার্চ ১৯২৩) ছিলেন একজন ফরাসি মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী। তাকে বলা হতো “বিশ্বের সর্বকালের সবচেয়ে বিখ্যাত অভিনেত্রী”।[][] বেরনার্ত ১৮৭০-এর দশকে মঞ্চে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি নাটক হল আলেকসঁন্দ্র দ্যুমা ফিসের লা দাম আয়ো কামিলিয়া, ভিক্টর হুগোর রুই ব্লা, ভিক্তোরিয়েঁ সারদুর ফেদোরালা তোসকা এবং এদমোঁ রোসতাঁর লাইগ্লোঁ। তিনি কয়েকটি মঞ্চনাটক নিয়ে বিশ্বব্যাপী সফর করেন। পরবর্তী কালে তিনি সর্বপ্রথম নির্মিত কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

সারা বেরনার্ত
১৮৭৮ সালে বেরনার্ত
জন্ম
অঁরিয়েত-রোজিন বেরনার্ত

(১৮৪৪-১০-২২)২২ অক্টোবর ১৮৪৪(আনুমানিক)
মৃত্যু২৬ মার্চ ১৯২৩(1923-03-26) (বয়স ৭৮)
প্যারিস, ফ্রান্স
কর্মজীবন১৮৬২–১৯২২
দাম্পত্য সঙ্গীজ্যাক ডামালা (বি. ১৮৮২১৮৮৯)
স্বাক্ষর

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

অঁরিয়েত-রোজিন বেরনার্ত[] ১৮৪৪ সালের ২২ বা ২৩শে অক্টোবর প্যারিসের লাতিন বিভাগের ৫ র‍্যু দ্য লেকোল-দ্য-মেদিসিনে জন্মগ্রহণ করেন। তিনি জুদিত বেরনার্তের বিবাহ-বহির্ভূত সন্তান। জুদিত জুলি নামে এবং ফরাসিতে ইউল নামেও পরিচিত ছিলেন। তিনি একজন ওলন্দাজ ইহুদি গণিকা ছিলেন, যার খদ্দের ছিল মূলত ধনাট্য ও উচ্চবিত্ত শ্রেণির ব্যক্তিবর্গ।[][][][] সারার পিতার নাম নথিভুক্ত হয়নি। কয়েকটি সূত্র অনুসারে, তার পিতা সম্ভবত ল্য হাভ্রের কোন ধনী বণিকের পুত্র ছিলেন।[] বেরনার্ত পরবর্তী কালে বলেন যে তার পিতার পরিবার তার শিক্ষার খরচ বহন করেছিল, ক্যাথলিক হিসেবে অভিসিঞ্চনের জন্য বলেছিল এবং তার বয়োকালীন খরচ মিটানোর জন্য বিপুল অর্থ দিয়ে গিয়েছিল।[] তার মাতা তার কাজে প্রায়ই বাইরে থাকতেন এবং তার কন্যার খেয়াল রাখতে পারতেন না। তিনি বেরনার্তকে ব্রিটানিতে এবং পরে প্যারিসের নিকটবর্তী নোইলি-সুর-সিনে এক কুটিরে এক সেবিকা কাছে রেখে যেতেন।[১০]

রচিত গ্রন্থতালিকা

সম্পাদনা
  • দাঁ লে ন্যুয়াগ, ইমপ্রেসাঁ দ্যুন শাইজ (Dans les nuages, Impressions d'une chaise, ১৮৭৮)
  • লাভো, দ্রাম অঁ উঁ আক্ত অঁ প্রোজ (L'Aveu, drame en un acte en prose, ১৮৮৮)
  • আদ্রিয়েন ল্যকুভ্রোর, দ্রাম অঁ সিক্স আক্ত (Adrienne Lecouvreur, drame en six actes, ১৯০৭)
  • মা দুবল ভি (Ma Double Vie, ১৯০৭); অনূদিত - মাই ডাবল লাইফ: মেমোয়ার্স অব সারা বেরনার্ত (১৯০৭), উইলিয়াম হেইনমান
  • উঁ কুর দোম, পিয়েস অঁ কোয়াত্র আক্ত (Un Cœur d'Homme, pièce en quatre actes, ১৯১১)
  • পেতিত ইদোল (Petite Idole ১৯২০); অনূদিত - দ্য আইডল অব প্যারিস, ১৯২১)
  • জোলি সোসি (Joli Sosie, ১৯২১)
  • লার্ত দ্যু থেয়াত্র: লা ভোয়া, ল্য গেস্ত, লা প্রোননসিয়াতিওঁ (L'Art du Théâtre: la voix, le geste, la prononciation, etc., ১৯২৩); অনূদিত - দ্য আর্ট অব দ্য থিয়েটার, ১৯২৪)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ইউটিউবে Her own pronunciation, listen e.g. to
  2. http://www.biography.com/people/sarah-bernhardt-9210057
  3. গটিলেব, রবার্ট। "The Drama of Sarah Bernhardt"নিউ ইয়র্ক বুকস। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০০৭ 
  4. লারুস, এদিশন্স। "Encyclopédie Larousse en ligne – Henriette Rosine Bernard dite Sarah Bernhardt"www.larousse.fr। ২৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ 
  5. ব্লুম, ম্যারি (৭ অক্টোবর ২০০০)। "Sarah Bernhardt and the Divine Lie"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ 
  6. উইলিয়ামস, হলি (১৫ ডিসেম্বর ২০১৭)। "Sarah Bernhardt: Was she the first 'A-list' actress?" (ইংরেজি ভাষায়)। বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ 
  7. কোয়েনিগ, রোডা (২২ ফেব্রুয়ারি ২০০৬)। "Sarah Bernhardt: Goddess with a golden voice"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। লন্ডন। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ 
  8. লাইং, অলিভিয়া (২৪ অক্টোবর ২০১০)। "Sarah: The Life of Sarah Bernhardt by Robert Gottlieb"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। লন্ডন। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ 
  9. তিয়েরশাঁ ২০০৯, পৃ. ১৩-১৪।
  10. বেরনার্ত ২০০০, পৃ. ১৩-১৪।

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা