সারায়েভো রমজান উৎসব
সারায়েভো রমজান উৎসব হল বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভোতে অনুষ্ঠিত একটি বার্ষিক ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব, যেটি ইসলামী পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হয়।[১][২] এই উৎসবটি রমজান মাসে উদ্যাপন করার জন্য অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের ফিনিক্স-ভবিষ্যতের জন্য সংস্কৃতি প্রকল্পের সহযোগিতায় সারায়েভো নেভিগেটর ফাউন্ডেশন এবং জোন অফ ইম্প্রোভড বিজনেস (জেডআপ) বায়ারিয়াজা ২০১৪ সালে এই উৎসবটি শুরু করেছে।[৩] এই উৎসবটি সারায়েভোর ওরিয়েন্টাল ইনস্টিটিউট দ্বারা অনুমোদিত।[৩] এই উৎসবের লক্ষ্য হল ইসলামী শিল্প ও সংস্কৃতি উপস্থাপনের মাধ্যমে আন্তঃ-ধর্মীয় সংলাপের সৃষ্টি এবং বিশ্বাস দলগুলোর মধ্যে শান্তি, পুনর্মিলন এবং সংহতি প্রচার।[৪]
সারায়েভো রমজান উৎসব | |
---|---|
![]() | |
ধরন | ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব |
তারিখ (সমূহ) | রমজান মাসে |
পুনরাবৃত্তি | বাষিক |
অবস্থান (সমূহ) | সারায়েভো, বসনিয়া ও হার্জেগোভিনা |
কার্যকাল | ২০১৪ - বর্তমান |
প্রতিষ্ঠাতা | সারায়েভো নেভিগেশন ফাউন্ডেশন |
উৎসবের ধরন সম্পাদনা
এই উৎসবটি পুরো রমজান মাসব্যাপী জুড়ে অসংখ্য কর্মসূচির সমন্বয়ে পুরো শহর জুড়ে অনুষ্ঠিত হয়।[৫] এই মাসে প্রতিদিন সন্ধার সময় যুতা তাবিয়া দুর্গে উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়, যা মুসলমান এবং অমুসলমান সকলের জন্য উন্মুক্ত থাকে। গাজী হুসরেভ-বেগ গ্রন্থাগারে ক্যালিগ্রাফি, চিত্রকর্ম, মৃৎশিল্প এবং মার্কেট সহ ইসলামী শিল্পের প্রদর্শনী অনুষ্ঠিত হয়, এখানে খ্যাতিমান ইসলামী কবিতা পাঠেরও আয়োজন করা হয়।[৬] এই উৎসবের অসংখ্য কর্মসূচির মধ্যে একটি হচ্ছে ইসলামী শিল্প সম্পর্কিত বই প্রকাশকদের নিয়ে বাণিজ্য মেলার আয়োজন।[৭][৮] এই উৎসব চলাকালীন গাজী হুসরেভ-বেগ গ্রন্থাগার এবং গাজী হুসরেভ-বেগ মাদ্রাসায় ইসলামী ধর্মতত্ত্ব, সংস্কৃতি ও শিল্প বিষয়ক ইন্টারেক্টিভ বক্তৃতা, সভা আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।[৯] উক্ত স্থানে উপস্থিত হওয়া প্রভাষক এবং বক্তাদের প্রধান মুফতি হুসেইন কাভাজোভিয়, ইসলামী শিল্প ইতিহাসবিদ সাবিহা আল খেমির, জার্মান প্রাচ্যবিদ স্টিফান ওয়েবার অন্যতম।[১০] এছাড়া বিভিন্ন ইসলামী বাদ্যযন্ত্র শৈলীর সঙ্গীত আয়োজন যেমন নাশিদ, অথবা প্রথাগত উৎসব সারায়েভো জাতীয় থিয়েটারে অনুষ্ঠিত হয়।[১১] উৎসবের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান যুতা তাবিয়া দুর্গে অনুষ্ঠিত হয়।[১২]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "Na Žutoj tabiji otvoren prvi Sarajevo Ramazan Festival" (বসনীয় ভাষায়)। starigrad.ba। ৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ "Otvoren Sarajevo Ramazan Festival" (বসনীয় ভাষায়)। akos.ba।
- ↑ ক খ "Sarajevo Ramadan Festival" (বসনীয় ভাষায়)। Sarajevo Travel।
- ↑ "Otvoren Sarajevo Ramazan Festival" (বসনীয় ভাষায়)। travnik.ba।
- ↑ "Junska događanja u Sarajevu" (বসনীয় ভাষায়)। darlingitswunderbar.com। ২৫ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ "Sarajevo Ramazan Festival širi ljepotu ramazanskih dana" (বসনীয় ভাষায়)। faktor.ba।
- ↑ "Ispaljvanjem topa na Žutoj Tabiji otvoren Sarajevo Ramazan Festival" (বসনীয় ভাষায়)। bhrt.ba। ৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ "Sarajevo - Ramazanski festival knjige (RFK) počinje danas u Sarajevu." (বসনীয় ভাষায়)। starmo.ba। ৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ "Sutra prvi Sarajevo Ramazan Festivala" (বসনীয় ভাষায়)। mojportal.ba। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ "Sutra počinje Sarajevo Ramazan Festivala" (বসনীয় ভাষায়)। mojportal.ba। ১৪ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।
- ↑ "Zatvaranje Sarajevo Ramazan Festivala uz Burhana Šabana na Žutoj tabiji" (বসনীয় ভাষায়)। klix.ba।
- ↑ "Ispaljivanjem topa na Žutoj Tabiji otvoren Sarajevo Ramazan Festival" (বসনীয় ভাষায়)। bhrt.ba। ৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২০।